নয়াদিল্লি: টোকিও প্যারালিম্পিক্সে অংশ নিতে টোকিওর উদ্দেশে রওনা দিল ভারতের প্যারা অ্যাথলিটরা। তবে পুরো দল এখনই যায়নি। তাঁরা ভাগে ভাগে যাবেন। প্রথম যে দলটি এদিন রওনা দিল, তাতে রয়েছেন ভারতের পতাকা বাহক থাঙ্গাভালু মারিয়াপ্পান। ৮ সদস্যের ভারতীয় দল আপাতত উড়ে গেল টোকিওয়। ইন্দিরা গাঁধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে তাঁরা টোকিওর উদ্দেশে উড়ে যান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রকের প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন সাইয়ের প্রতিনিধি ও প্য়ারালিম্পিক কমিটির সদস্যরাও।


মারিয়াপ্পানের সঙ্গে টেক চাঁদ ও বিনোদ কুমার বাকি ২ অ্যাথলিট যারা সকালের বিমানে উড়ে যান টোকিওয়। প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার সভাপতি দীপা মালিক বলেন, 'গোটা দেশসহ প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী সবাই আমাদের জন্য গলা ফাটিয়েছে আজ। প্রত্যেকে যারা যারা এবারের প্যারিলিম্পিক্সে অংশ নিতে চলেছে, সবাই ইতিমধ্যেই বিজয়ী। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি।'


ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমার মনে করেন মানুষ হৃদয়ের দিক থেকে কখনওই বিশেষভাবে সক্ষম হতে পারে না। তিনি বলেন, 'অগাস্টের ২৯ তারিখ আমি খেলতে নামব। আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক পদক আনা যায় প্যারালিম্পিক্স থেকে। এই প্রথমবার প্য়ারালিম্পিক্সে আমাদের ৫৪ জন প্রতিনিধি অংশ নিতে চলেছে। আমাদের কোনওভাবেই মানসিক দিক থেকে প্রতিবন্ধক হওয়া উচিত নয়। '


১৪ সদস্যের বাকি অ্যাথলিটরা আগামী বুধবার সন্ধেয় উড়ে যাবেন টোকিওর উদ্দেশে। সেদিনই প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার সভাপতি দীপা মালিকও অ্যাথলিটদের সঙ্গে উড়ে যাবেন টোকিওয়। এবারের টুর্নামেন্টে মোট ৯টি খেলায় ৫৪ জন প্রতিনিধি অংশ নিতে চলেছেন টোকিও প্যারালিম্পিক্সে। 


টোকিও অলিম্পিক্সে এবার ভারতীয় অ্যাথলিটরা মোট ৭টি পদক জিতেছেন। ১টি সোনা, ২টো রুপো ও ৪টি ব্রোঞ্জ এবার ঝুলিতে পুরেছে ভারত। প্যারালিম্পিক্সেও ভারতের ভাল ফলের ব্যাপারে আশাবাদী সবাই। এবারের অলিম্পিক্সে একমাত্র সোনা এসেছে জ্যাভলিনে। নীরজ চোপড়া জ্যাভলিনে ইতিহাস গড়ে সোনা জিতেছেন।