নয়াদিল্লি: পঞ্চম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭৩ রানে হারিয়ে চলতি একদিনের সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। ওই ম্যাচে ভারতের ফিল্ডিংয়ের সময় অধিনায়ক বিরাট কোহলিকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করতে পারলেন না মহেন্দ্র সিংহ ধোনি।
জয়ের জন্য ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ তম ওভারে দক্ষিণ আফ্রিকার রান যখন ৩ উইকেটে ৮৫, সেই সময় ব্যাটিং করছিলেন হাসিম আমলা ও ডেভিড মিলার। বোলিং করছিলেন এ পর্যন্ত সিরিজের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী যজুবেন্দ্র চাহল। ওভারে চতুর্থ বলটি অনেকটা বেশি স্পিন করে মিলারের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে চাহল, কোহলি, ধোনি সহ দলের ক্লোজ ইন ফিল্ডাররা লেগ বিফোরের আর্জি জানায়। কিন্তু আম্পায়ার ওই আবেদনে সাড়া দেননি।
এরপর ডিআরএস নেওয়ার কথা বিবেচনা করার জন্য চাহল কোহলিকে অনুরোধ করেন। কোহলি সময় নষ্ট না করে ধোনির দিকে তাকান। ধোনিও ডিআরএস নেওয়ার পক্ষেই মত দেন।
ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কোহলি ধোনির ওপর অনেকাংশে নির্ভরশীল। ধোনির মত পেয়ে তিনি ডিআরএস নেন। কিন্তু টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট হয়ে যায়, লেগ স্ট্যাম্প ছেড়ে বেরিয়ে যাচ্ছে বল। ফলে ভারত ইনিংসে ডিআরএস নষ্ট করে।
মাঠের পড় পর্দায় বল বেরিয়ে যেতে দেখে কোহলিকে খুবই হতাশ মনে হয়। দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমেও অন্যান্য খেলোয়াড়দের কিছুটা বিস্মিত হতে দেখা যায়। কারণ, বেশিরভাগ খেলোয়াড়েরই মনে হচ্ছিল যে, মিলার আউট। প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরকেও বল টার্ন হওয়ার ইশারা করতে দেখা যায়।
বেশিরভাগ ক্ষেত্রেই ডিআরএস নিয়ে ধোনির মতামত সঠিক হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ঠাট্টা-তামাশা করেছেন।