মুম্বই: চোট-আঘাতে জর্জরিত ছিলেন দু'জনই। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mushtaq Ali Trophy) বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar) ও টি নটরাজন (T Natarajan), দুই তারকাই।


সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তামিলনাড়ুর দল ঘোষণা করা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বাবা অপরাজিতকে। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে ফিট হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে। তাঁকে দলের সহ অধিনায়ক করা হয়েছে।


গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন বিজয় । কিন্তু তিনি কাঁধে চোট পান । তাঁর অস্ত্রোপচারও হয় । এখনও ফিট হননি বিজয় । ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন টি নটরাজন । কিন্তু তারপর থেকেই হাঁটুর চোটে ভুগছেন । তবে তিনিও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তামিলনাড়ু দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন । খেতাব রক্ষার লড়াইয়ে নামা তামিলনাড়ুর বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন নটরাজনই । ২০২২ সালের আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি নটরাজন। মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন পেসার।


শ্রীলঙ্কার দল ঘোষণা


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শুক্রবার। এশিয়া কাপের দলই ধরে রাখা হয়েছে। প্রাক্তন অধিনায়ক দীনেশ চান্দিমল সুযোগ পেয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।


সদ্যসমাপ্ত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরুর আগে কেউ শ্রীলঙ্কাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে ধরেননি। বরং ফেভারিট মনে করা হচ্ছিল রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তানকে। তবে সুপার ফোর থেকেই ছিটকে যায় ভারত। পাকিস্তান ফাইনালে উঠলেও পরাজিত হয় শ্রীলঙ্কার কাছেই। গোটা টুর্নামেন্টে ভারতকে একবার আর পাকিস্তানকে দুবার হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। তারপর থেকেই দাসুন শনাকাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেটবিশ্ব। টি-টোয়েন্টি বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে শ্রীলঙ্কাকে।


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পায়নি শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ পর্ব খেলতে হবে শনাকাদের। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই মূল পর্বে দেখা যাবে এশীয় সেরাদের । যা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকে প্রশ্নও তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে ।


আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার