মেলবোর্ন: অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা ভারত থেকে কাঁধের চোট নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছেন। আজ এমনই জানালেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘জাডেজার সমস্যা হল, ও অস্ট্রেলিয়ায় আসার চার দিন পরে কাঁধের চোটের জন্য ইঞ্জেকশন নেয়। এরপর সুস্থ হতে কিছুটা সময় লাগে। ভারতে থাকার সময়ই ওর কাঁধের চোট ছিল। তা সত্ত্বেও ঘরোয়া ম্যাচ খেলে। অস্ট্রেলিয়য়ায় আসার পরেও ওর কাঁধের সমস্যা মেটেনি। সেই কারণেই ইঞ্জেকশন নেয়।’
পারথ টেস্টে ১৩ জনের দলে রাখা হয়েছিল জাডেজাকে। তিনি দীর্ঘসময় ফিল্ডিংও করেন। চোট থাকা সত্ত্বেও কেন তাঁকে ফিল্ডিং করতে নামানো হয়, সেই প্রশ্ন উঠে গিয়েছে। এ বিষয়ে শাস্ত্রী বলেছেন, ‘জাডেজার ফিট হয়ে উঠতে যতটা সময় লাগবে ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লাগছে। কেউ ৫-১০ ওভার বল করেই চোট পেয়ে ম্যাচের বাইরে চলে যাক, এটা আমরা চাইছিলাম না। সেটা হলে মেলবোর্ন ও সিডনিতে আমাদের হাতে বেশি খেলোয়াড় থাকত না। পারথে আমাদের মনে হয়েছিল জাডেজা ৭০-৮০ শতাংশ ফিট। আমরা দ্বিতীয় টেস্টে ঝুঁকি নিতে চাইনি। ও যদি মেলবোর্নে ৮০ শতাংশ থাকে, তাহলে খেলবে।’
অস্ট্রেলিয়া সফরে চোট-আঘাতে জর্জরিত ভারতীয় দল। চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মা। তাঁদের বিষয়ে শাস্ত্রী বলেছেন, ‘ফিটনেস নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আমরা ফিটনেস পর্যবেক্ষণ করব। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আগামী ৪৮ ঘণ্টায় অশ্বিনের ফিটনেস পরীক্ষা করা হবে। রোহিত শর্মাকে দেখে ভাল মনে হচ্ছে। ও অনেকটা উন্নতি করেছে। ও আগামীকাল কেমন থাকে দেখতে হবে। হার্দিক পাণ্ড্য ফিট। ও আসায় আমরা পাঁচ বোলার নিয়ে খেলতে পারি। তবে ও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেনি। চোট সারিয়ে ও একটিমাত্র ম্যাচ খেলেছে। তাই ওকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
চোট নিয়েই অস্ট্রেলিয়ায় গিয়েছেন জাডেজা, জানালেন শাস্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
23 Dec 2018 02:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -