পাঁচ বোলার খেলায় সুবিধা হচ্ছে, বলছেন মহম্মদ শামি
Web Desk, ABP Ananda | 08 Aug 2016 12:37 PM (IST)
সেন্ট লুসিয়া: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক মহম্মদ শামি পাঁচ জন বিশেষজ্ঞ বোলার খেলানোয় তাঁদের সুবিধা হচ্ছে বলে জানালেন বাংলার পেসার মহম্মদ শামি। তাঁর মতে, এর ফলে পেসাররা অনেকটা সময় এবং বিশ্রাম পাচ্ছেন। টানা ৪-৫ ওভার বল করার পরে অন্তত ৮-১০ ওভার বিশ্রাম পাওয়া যাচ্ছে। এরপর ফিরে এসে তাঁরা আরও ভাল ছন্দে বল করতে পারছেন। এছাড়া তিন পেসার এবং দুই স্পিনার থাকায় ভারতীয় দলের সুবিধা হচ্ছে। এই কম্বিনেশনই ধরে রাখা উচিত। দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন শামি। তাঁর বক্তব্য, ভারতের বোলাররা ভুল করেননি। শেষ দিনে উইকেট ব্যাটসম্যানদের সহায়ক হয়ে গিয়েছিল। ক্যারিবিয়ানরা ভাল ব্যাটিংও করেছেন। তৃতীয় টেস্টে সাবাইনা পার্কের চেয়ে অনেক ভাল পারফরম্যান্স দেখানোই ভারতীয় বোলারদের লক্ষ্য থাকবে।