লাহৌর: আজ পাকিস্তান সুপার লিগের ফাইনাল। লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে খেলা। দীর্ঘদিন পর পাকিস্তানে বড়মাপের কোনও ক্রিকেট ম্যাচ হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা না হলেও, ঘরোয়া টি-২০ লিগের ফাইনাল ঘিরে পাক ক্রিকেটপ্রেমীদের অভূতপূর্ব উন্মাদনা দেখা যাচ্ছে। সব টিকিট অনেক আগেই নিঃশেষিত। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ১০ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে স্টেডিয়ামে। পুলিশ ছাড়াও সেনাকর্মী ও রেঞ্জারদেরও নামানো হয়েছে।


পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘দু দলের জন্য পাঁচ-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম পাকিস্তানে ক্রিকেটারদের এই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের চারপাশে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি অনবরত টহল দিচ্ছে। নিরাপত্তায় কোনও খামতি নেই। সফলভাবে এই ম্যাচ আয়োজন করে আমরা সারা বিশ্বকে বার্তা দিতে চাই, পাকিস্তান শান্তিপূর্ণ দেশ। আমাদের দেশের মানুষ সন্ত্রাসবাদের ভয়ে ভীত নয়।’

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানের দাবি, স্টেডিয়ামের নিরাপত্তায় ৬০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এই দাবি অবশ্য খারিজ করে দিয়েছেন শাহবাজ। তিনি বলেছেন, এই ম্যাচ নিয়ে রাজনীতি করা উচিত নয়।

পিসিবি সূত্রে জানা গিয়েছে, হোটেল থেকে স্টেডিয়ামে দু দলের ক্রিকেটারদের যাতায়াতের জন্য বুলেটপ্রুফ বাস রাখা হয়েছে। ২০০৪ সালে ভারতের পাক সফরের সময় যেভাবে স্নিফার ডগ রাখা হয়েছিল, এবারও সেই ব্যবস্থা আছে। গদ্দাফি স্টেডিয়ামের পাশে জাতীয় হকি স্টেডিয়ামে ২৫ শয্যার অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়েছে।