ধর্মশালা: বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে বল হাতে ফের বিধ্বংসী হয়ে উঠলেন অশোক ডিন্ডা। ‘নৈছনপুর এক্সপ্রেস’ নামে ক্রিকেটমহলে পরিচিত এই পেসারের দাপটে রেলওয়েজকে ৪৩ রানে হারিয়ে এবারের রঞ্জিতে টানা দুটি ম্যাচে জয় পেল বাংলা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে এই ম্যাচ থেকে বাংলাকে ৬ পয়েন্ট এনে দিলেন ডিন্ডা। তিন ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নক-আউটে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে গেল বাংলা।
জয়ের জন্য ৩১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল দিনের শেষে রেলওয়েজের রান ছিল ৫ উইকেটে ১৯৬। আজ ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলার দরকার ছিল ৫ উইকেট এবং রেলওয়েজের ১১৯ রান। ৭৫ রানেই বিপক্ষের শেষ ৫ উইকেট তুলে নিল বাংলা। বলা ভাল ডিন্ডা। আজ তাঁর কাছেই হেরে গেল রেলওয়েজ।
এই ম্যাচে প্রথম ইনিংসে বাংলা করেছিল ২০৫ রান। রেলওয়েজের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলা করে ২১৪ রান। রেলওয়েজের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৭১ রানে। ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা ডিন্ডা।
‘নৈছনপুর এক্সপ্রেস’-এর ধাক্কায় লাইনচ্যুত রেলওয়েজ, রঞ্জিতে ফের জয় বাংলার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Oct 2016 01:58 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -