লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এরপর আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৬ সপ্তাহ ধরে আইপিএল-এ খেলার পর এই দুটি ম্যাচের মাধ্যমেই টি-২০ থেকে ৫০ ওভারের ফর্ম্যাটে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারত শেষ একদিনের ম্যাচ খেলেছিল এ বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর এই প্রথম ক্রিকেটের এই ফর্ম্যাটে খেলতে নামবেন বিরাটরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের আগে ভারতীয় দলের নজরে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও বাংলার পেসার মহম্মদ সামি। ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট ম্যাচ খেলার পর ক্লান্ত অশ্বিনকে আইপিএল-এ না খেলার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। দু মাস বিশ্রামের পর ফের কাল মাঠে নামবেন অশ্বিন। সামি দীর্ঘদিন পরে চোট সারিয়ে দলে ফিরেছেন। তিনি ২০১৫ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালের পর আর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি কতটা তৈরি, সেটাও কাল দেখে নেওয়ার সুযোগ পাবেন বিরাট। কালকের ম্যাচ সরকারি না হওয়ায় দলের সবাইকে খেলিয়ে দেখে নিতে পারে ভারত। তবে জ্বর হওয়ায় যুবরাজ সিংহ এই ম্যাচে খেলতে পারবেন না। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।