খেলায় মন দাও, টাকা তোমার পিছনে ছুটবে, শিবম মাভিকে পরামর্শ দ্রাবিড়ের
Web Desk, ABP Ananda | 22 Mar 2018 05:21 PM (IST)
কলকাতা: ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সদ্য বিশ্বকাপ জেতা পেসার শিবম মাভিকে টাকা নিয়ে চিন্তা করার বদলে খেলায় মন দেওয়ার পরামর্শ দিলেন রাহুল দ্রাবিড়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল-এ খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়া শিবম সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘রাহুল স্যার আমাদের বলেছেন, অর্থ আসতেই থাকবে কিন্তু মনে রাখতে হবে, কীসের জন্য আমরা এত টাকা পাচ্ছি এবং সেটার উপর নজর দিতে হবে। তোমরা যদি ক্রিকেটে মন দাও, তাহলে তোমরা যা চাও পাবে। তাঁর এই কথা এখনও আমার কানে বাজে।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখান শিবম। সেই কারণেই তাঁকে তিন কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। তবে এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হয়নি এই তরুণ পেসারের। আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখিয়ে তিনি উত্তর প্রদেশের রঞ্জি দলে জায়গা পেতে চান। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইনের ভক্ত শিবম। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নেটে অনুশীলন করার সময় স্টেইনকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। স্টেইনের মতোই গতি ও ছন্দে বোলিং করতে চান শিবম।