নয়াদিল্লি: দুইজনে একসঙ্গে দীর্ঘদিন কাতালুনিয়ার জনগণের মনে রাজ করেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ কাঁপিয়েছেন। বিশেষজ্ঞরা সর্বকালের সেরাদের তালিকায় দুইজনকেই রাখেন। তবে তাঁদের মধ্যে একজন এবার বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। তাতেই আবেগঘন বার্তা পাঠালেন আরেকজন। কথা হচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তা (Andres Iniesta) ও লিওনেল মেসির (Lionel Messi)।


আট নম্বর জার্সি পরে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছেন ইনিয়েস্তা। বিশ্ব ফুটবলে হয়তোই কোনও ট্রফি আছে যা তিনি জেতেননি। তবে আট অক্টোবরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। বহুদিনই বার্সেলোনা ছেড়েছেন মেসি। তারও আগে বিদায় নিয়েছিলেন ইনিয়েস্তা। দুইজনে কার্যত দুই গোলার্ধে দীর্ঘদিন ঘরে ফুটবল খেলেছেন। তবে তাঁদের বন্ধুত্ব অটুট রয়েছে। তাই বন্ধুর বিদায়ে স্বাভাবিকভাবেই আবেগঘন মেসি।


নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'এমন একজন সতীর্থ যার খেলা জাদুর মতোই ছিল এবং যার পাশে খেলাটা আমি বরাবর উপভোগ করে এসেছি। বলটা তোমায় মিস করবে এবং আমরাও যে তোমায় মিস করব, তা বলাই বাহুল্য। তোমার জন্য সবসময় আমার তরফে অনেক শুভেচ্ছা। তুমি ফেনোমেনান।' 


 



ইনিয়েস্তার বিদায়ে মেসির বার্তা


১২ বছর বয়সে ১৯৯৬ সালে বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। তাঁর দক্ষতার ফলে তিনি তড়তড়িয়ে অ্যাকাডেমিতে উপরে ওঠে আসেন। ২০০২ সালে প্রধান দলের হয়ে অভিষেক ঘটান ইনিয়েস্তা। মেসি, জাভি, পুয়োলদের পাশাপাশি বার্সেলোনার সবথেকে সফলতম অধ্যায়ের অংশ ছিলেন ইনিয়েস্তা। ১৬ বছর ধরে কাতালুনিয়ার ক্লাবের জার্সিতে ৭০০-র অধিক ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন ৩২টি বড় ট্রফি।


স্পেনের বিশ্বজয়ী দলেরও অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ইনিয়েস্তা। তাঁর গোলেই প্রথমবার বিশ্বজয় করে লা রোহা। জাতীয় দলের জার্সি গায়ে ইনিয়েস্তা দুই উয়েফা ইউরোও জিতেছেন। বার্সেলোনা ছাড়ার পর ইনিয়েস্তা ভিসেল কোবেতে যোগদান করেন। জাপানের ক্লাবের হয়েও ট্রফি জেতেন তিনি। ভিসেল কোবে ছেড়ে কেরিয়ারের একেবারে শেষ লগ্নে এমিরেটস ক্লাবে যোগ দেন তিনি। তবে আর নয়। এবার ফুটবলার হিসাবে আর মাঠ মাতাতে দেখা যাবে আট নম্বর জার্সিধারী 'ডন'-কে। ৪০ বছর বয়সে অবসর নিলেন তিনি।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যুদ্ধপরিস্থিতিতে বাতিল লেবানন ম্যাচ, তবে এর মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ভারতীয় কোচ