রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 'ঘরের মাঠে' আতলেতিকো মাদ্রিদকে (Atletico Madrid) হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল স্টেডিয়ামে মাদ্রিদ ডার্বিতে এদিন দুই দল মোট আটটি গোল করে। আতলেতিকোর হয়ে ইতিহাসও গড়েন আঁতোয়াঁ গ্রিজ়ম্যান (Antoine Griezmann)। তা সত্ত্বেও ১২০ মিনিটের লড়াই শেষে খালি হাতেই ৫-৩ স্কোরলাইনে হেরে মাঠ ছাড়তে হয় আতলেতিকোকে। 


ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় গ্রিজ়ম্যানের অ্যাসিস্ট থেকেই মারিও হার্মোসো গোল করে আতলেতিকোকে ম্যাচে এগিয়ে দেন। তবে ২০ মিনিটের মাথায় অ্যান্টোনিও রুডিগার রিয়ালকে সমতায় ফেরান। ম্যাচের সময়সীমা আধ ঘণ্টা পার করার ঠিক আগে ফারল্য়ান্ড মেন্ডি রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করে লস ব্লাঙ্কোসকে ম্যাচে এগিয়ে দেয়। তবে এর ঠিক আট মিনিট পর, ৩৭ মিনিটের মাথায় আসে গ্রিজ়ম্যানের সেই ঐতিহাসিক গোল। বক্সের বাইরে বল পায়ে পেয়ে তিন রিয়াল ডিফেন্ডারকে মাটি ধরিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শট রিয়ালের জালে বল জড়িয়ে দেন গ্রিজ়ম্যান। তাও আবার নিজের রং ফুটে।


এটি আতলেতির জার্সিতে ফরাসি তারকা ফরোয়ার্ডের ১৭৪তম গোল ছিল, যা তাঁকে ক্লাবের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। লুইস আরাগোনেসের রেকর্ড ভাঙেন গ্রিজ়ম্যান। প্রথমার্ধ ২-২ স্কোরলাইনে সমাপ্ত হয়। দ্বিতীয়ার্ধে বেশ অনেকটা সময় দুই দলই গোলের দরজা খুলতে ব্যর্থ হয়। তবে ৭৮ মিনিটে টনি রুডিগারের আত্মঘাতী গোলে ম্যাচে দ্বিতীয়বারের জন্য এগিয়ে যায় আতলেতি। ম্যাচে নাটক কিন্তু তখনও বাকি ছিল। ড্যানি কার্ভাহাল ৮৫ মিনিটে গোল করে রিয়ালকে ফের সমতায় ফেরান। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ৩-৩। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


ম্যাচের অতিরিক্ত সময়ের সিংহভাগটা কেটে গেলেও কোনও গোল আসছিল না। মনে হচ্ছিল ম্যাচ পেনাল্টির দিকেই গড়াচ্ছে। তবে ১১৬ মিনিটে হোসেলু এবং ১২০ মিনিটে ব্রাহিম ডিয়াজ় গোল করে রিয়ালের জয় সুনিশ্চিত করেন। রিয়াল মাদ্রিদ খেতাব জয়ের লক্ষ্যে ফাইনালে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে বিজয়ীর বিরুদ্ধে খেলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: সুপার কাপে লড়াই করে তিন পয়েন্ট অর্জন ইস্টবেঙ্গলের, পিছিয়ে পড়েও জিতল মোহনবাগান