কলকাতা: বিশ্বকাপের থিম সং প্রকাশ্যে এল। ভারতের নতুন জার্সি প্রকাশ্যে এল। আজ থেকে শুরু হবে আইএসএল। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স। দেখে নিন বুধবারের সেরা 


বিশ্বকাপের থিম সং


বাকি আর মাত্র ২ সপ্তাহ। তারপরই শুরু হয়ে যাচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ । এই প্রথম ভারত এককভাবে আয়োজন করছে ওয়ান ডে বিশ্বকাপ। আর বিশ্বকাপের বোধন হয়ে গেল বুধবার। যখন দুপুর ১২টা বাজতেই বিশ্বকাপের অ্যান্থেম মুক্তি পেল। ওয়ান ডে এক্সপ্রেসের মধ্যে জমিয়ে নাচলেন রণবীর সিংহ ও ধনশ্রী। যুজবেন্দ্র চাহাল  ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কি না, নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও রাখা হয়নি লেগস্পিনারকে। কিন্তু বিশ্বকাপের অ্যান্থেমে ঝড় তুললেন তাঁর স্ত্রী ধনশ্রী। রণবীরের সঙ্গে পাল্লা দিয়ে নাচলেন তিনি।


রোহিতদের জার্সি প্রকাশ


আইসিসি বিশ্বকাপের (ICC World Cup 2023) আর মাত্র কিছুদিন বাকি। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। তার আগে একই দিনে থিম সং ও ভারতীয় দলের (Indian Cricket Team) নতুন জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় ক্রিকেট দলের জার্সি প্রস্তুতকারক সংস্থা ‘অ্যাডিডাস’ এই নতুন জার্সি তৈরি করেছে। বিশ্বকাপের জন্য নতুন জার্সিতে কিছু সামান্য বদল এসেছে দলের অন্য়ান্য ম্য়াচ খেলার সময় যে জার্সি থাকে, তার থেকে। ওয়ান ডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ২ বার জয় পেয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার জিতেছে ভারত। তাই বিরাটদের জার্সিতে সাধারণত তিনটি স্টার থাকে। তবে বিশ্বকাপের নতুন জার্সিতে ২টো স্টার রাখা হয়েছে। অর্থাৎ ওয়ান ডে বিশ্বকাপে ২ বার জয় পাওয়ায় দুটো স্টার রয়েছে। এছাড়াও বিশ্বকাপের জার্সিতে জাতীয় পতাকার তিনটি রংয়ের ছোঁয়া রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ।


আজ শুরু আইএসএল


আজ বৃহস্পতিবার রাত আটটায় কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসি ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। যে দিন গুলোতে দুটি করে ম্যাচ থাকবে, সে দিন প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।


লাল হলুদের হার


মিনি ডার্বি। আর তাতে হার ইস্টবেঙ্গলের। ডুরান্ড কাপের রানার্স আপ দলের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল মহমেডান এসসি (Mohammedan SC)। সুপার সিক্সের লড়াইয়ে ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মহমেডান এসসি। ম্য়াচের পর ২ দলের ফুটবলাররা ঝামেলা ও হাতাহাতিতেও জড়ালেন। যার জন্য শেষ পর্যন্ত মাঠে নামতে হল দলের কর্তাদেরও।