নয়াদিল্লি: সদ্যই ফ্রান্স ফুটবলের তরফে এবারের ব্যালন ডি'অরের (Ballon d'Or) জন্য মনোনীত ফুটবলারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩০ জনের এই তালিকায় নেই দুই চেনা, পরিচিত কিংবদন্তির নাম। ২০০৩ সালের পর এই প্রথমবার ব্যালন ডি'অরের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) বা লিওনেল মেসি (Lionel Messi), কারুরই নাম নেই।


২০০৮ সালে নিজের প্রথম ব্যালন ডি'অর জিতেছিলেন রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা তারপর থেকে পাঁচবার ফ্রান্স ফুটলের বিচারে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। তিনিই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন শেষ প্রিমিয়ার লিগ ফুটবলার হিসাবে ব্যালন ডি'অর জিতেছিলেন। অপরদিকে, লিওনেল মেসি ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি'অর পুরস্কার জেতেন। তারপর থেকে টানা ১৬ বছর বর্ষসেরা হওয়ার দৌড়ে তাঁর নাম ছিল। এমনকী গত বছরও তিনি ফ্রান্স ফুটবলের বিচারে বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন। তবে মেসিকে এবারের প্রকাশিত ৩০ জনের তালিকাতেই রাখা হয়নি।


এবারে ফ্রান্স ফুটবলের প্রকাশিত পুরুষদের ব্যালন ডি'অর তালিকায় ছয়জন ইংল্যান্ডের ফুটবলারের নাম রয়েছেন। ক্লাবে নিজের প্রথম মরশুমেই লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফুটবলার জুড বেলিংহ্যাম যেমন তালিকায় রয়েছেন, তেমনই রয়েছেন বুকায়ো সাকা, কোল পামার, ডেকলন রাইস, ফিল ফডেনরা। টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিলেও নিজের ট্রফির খরা কাটাতে পারেননি হ্যারি কেন। তবে তিনি কিন্তু প্রচুর গোল করেছিলেন। ইংল্যান্ড অধিনায়কও বর্ষসেরা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি।


 






স্পেনের উয়েফা ইউরোজয়ী দলের ছয় সদস্যও রয়েছেন এই তালিকায়। রদ্রি, ড্যানি কার্ভাহাল, ড্যানি ওলমো, নিকো উইলিয়ামস, অ্যালেহান্দ্রো গ্রিমাল্ডো এবং নিজের প্রতিভায় সকলকে মুগ্ধ করা লামিন ইয়ামাল (Lamine Yamal) রয়েছেন তালিকায়। এছাড়া কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ডরা তো রয়েইছেন। মহিলাদের সেরা হওয়ার দৌড়ে চেলসির লরেন জেমস, লুসি ব্রোঞ্জরা রয়েছেন।


 





        


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ওরা যেখানেই খেলবে, সমর্থন পাবে', মহামেডান প্রথমবার আইএসএল খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত ছেত্রী