বার্সেলোনা: মাত্র ১৫ মিনিটের ব্যবধান। তার মধ্য়েই নতুন কোচের নাম ঘোষণা করে ফেললে বার্সেলোনা (Barcelona)। জার্মানির জাতীয় ফুটবল দলের (Germany National Football Team) প্রাক্তন কোচ হ্যান্সি ফ্লিককে কোচ হিসেবে নিযুক্ত করেছে কাতালান ক্লাবটি। উল্লেখ্য, ২০২৪-২৫ মরশুম পর্যন্ত বার্সা কিংবদন্তি জাভির সঙ্গেই চুক্তি ছিল ক্লাবটির। কিন্তু আচমকাই বুধবার জাভিকে (Xavi) ছাঁটাই করে দেওয়া হয়। এরপর মুহূর্তের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করে বার্সেলােনা। ২০২৬ মরশুম পর্যন্ত নতুন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে।


বার্সেলোনা ক্লাবের সোশ্য়াল মিডিয়ায় ফ্লিকের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''আমাদের বস, তাঁর নতুন অফিসে''। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন ফ্লিক। ক্লাব ফুটবলে সাফল্য পেয়েছেন। জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ কোচ হিসেবে জিতেছেন এই ৫৯ বছরের অভিজ্ঞ কোচ। এমনকী ক্লাব ফুটবল বিশ্বকাপও জিতেছিলেন কোচ হিসেবে। 


 






৫৯ বছরের ফ্লিক অভিজ্ঞ। তিনি বায়ার্ন মিউনিখ এবং জার্মানির কোচ ছিলেন। বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন। বিশ্বকাপের জার্মানির কোচ হিসেবে সাফল্য পাননি যদিও। এরপরই তাঁকে ছাঁটাই করা হয়। 


এদিকে, ২০২১ মরশুমে বার্সেলােনার কোচ হয়ে যোগ দেওয়ার পর অবশেষে চুক্তির আগেই তাঁকে সরিয়ে দেওয়া হল। জাভি নিজে কাতালানদের ঘরের ছেলেই। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের সঙ্গে মাঝমাঠে কিংবদন্তি ছিলেন স্প্যানিশ ক্লাবটির। ফুটবলার জীবনের পর কাতালানদের কোচ হিসেবেও লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন। রোনাল্ড কোম্য়ানের পরে জাভিকে নিয়েই স্বপ্ন দেখছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত গত মরশুমে একেবারেই আশানুরুপ পারফরম্য়ান্স করতে পারেনি দল। যার জন্য মাঝপথেই মোহভঙ্গ হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। 


উল্লেখ্য, ফ্লিকের কোচিং কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯৬ সালে। এফসি ভিক্টোরিয়া বামেন্টালের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন প্রথমবার। এরপর হফেনহেইম, সালজবুর্গের কোচ হন তিনি। ২০১৯ সালে প্রথমে ফ্লিককে বায়ার্ন মিউনিখের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে অবশ্য পরে ভারপ্রাপ্ত কোচ হয়ে যান তিনি। এবার অবশ্য আরও বড় দায়িত্ব। ফ্লিক বার্সাকে কতটা সাফল্য় এনে দিতে পারেন, উত্তর সময়ই দেবে।