নয়াদিল্লি: বুন্দেশলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) খারাপ সময়টা যেন কাটতেই চাইছে না। লিগ লিডার বায়ার লেভারকুজ়েনের বিরুদ্ধে হেরে খেতাবি লড়াইয়ে খানিকটা পিছিয়েই পড়েছিল বাভেরিয়ার ক্লাব। মাঝ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লাজিওর বিরুদ্ধেও হারতে হয়েছিল। এবার লিগে ভিএফএল বোখামের বিরুদ্ধে পরাজিত হয়ে হারের হ্যাটট্রিক করল বায়ার্ন মিউনিখ। যেখানে বায়ার্ন একের পর এক ম্যাচ হারছে, সেখানে লুটনকে হারিয়ে নাগাড়ে নিজেদের পঞ্চম ম্যাচ জিতে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)।   


জামাল মুসিয়ালা কিন্তু বায়ার্নকে মাত্র ১৩ মিনিটেই গোল করে এগিয়ে দিয়েছিলেন। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বোখাম দুরন্ত কামব্যাক করে। তাকুমা আসানো এবং কেভেন আয়োজক দলের হয়ে বায়ার্নের জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ম্য়াচে ফেরার চেষ্টা করে বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বরং, ৮৫ মিনিটে পেনাল্টি থেকে কেভিন স্টোয়েগার গোল করে বোখামের লিড আরও বাড়ান। বায়ার্ন ডিফেন্ডার ডায়ান উপমেকানো বোখামের এক খেলোয়াড়কে পেনাল্টি বক্সে আঘাত করার ফলেই স্পট কিকটি পায় বোখাম। আর শুধু তাই নয়, ফরাসি ডিফেন্ডারকে এর জেরে লাল কার্ড দেখে বাইরেও যেতে হয়।


হ্যারি কেন ম্যাচ শেষের আগে বায়ার্নের হয়ে একটি গোল ফেরত দিয়ে শেষের কয়েক মিনিট ডমিয়ে দেন। তবে তা বায়ার্নের পরাজয় রুখতে পারেনি। এই পরাজয়ের জেরে খেতাব দৌড়ে আট পয়েন্ট পিছিয়ে গেল বাভেরিয়ার ক্লাবটি। ২২ ম্যাচে লিগে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৫০। লিগ লিডার লেভারকুজ়েনের থেকে আট পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।


অপরদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে নতুন বছরটা স্বপ্নের মতো শুরু করেছেন ব়্যাসমাস হয়ল্যান্ড। তাঁর দুরন্ত ফর্মে ভর করেই টগবগিয়ে ছুটছে রেড ডেভিলসরা। লুটন টাউনের বিরুদ্ধে ফের একবার তিনিই দলের হয়ে জ্বলে উঠলেন। ম্যাচের মাত্র ৩৭ সেকেন্ডেই লুটনের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান ডেনমার্কের স্ট্রাইকার। গোলকিপারকে ওয়ান-টু-ওয়ান পেয়ে বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। তাঁর দ্বিতীয় গোলটা অবশ্য সম্পূর্ণভাবেই ভাগ্যের জোরে।


প্রথম গোলের পর সাত মিনিটের মাথায় লুক শর কর্নার থেকে অ্যালেকজান্ডার গার্নাচোর শট হয়ল্যান্ডের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। সম্পূর্ণ ভাগ্যের জোরে ২-০ এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। ম্যাচের ১৪ তম মিনিটে ম্যান ইউনাইটেডের অ্যাকাডেমি থেকে উঠে আসা চংয়ের পাস কোনও ক্রমে লুটন অধিনায়ক মরিসের কাছে পৌঁছয়। ম্যান ইউনাইটেড গোলরক্ষক অ্যান্দ্রে ওনানা তা দস্তানাবদ্ধ করার আগেই মরিস হেডারে বল গোলের দিকে ঠেলে দেন।


ম্যাচের ১৪ মিনিটেই তিন গোল হওয়ার পর দর্শকরা ভেবেছিলেন ম্যাচে হয়তো গোলের বন্যা বইবে। তবে আর একটি গোলও হয়নি। লুটন পুরোদমে সমতায় ফেরার চেষ্টা করে। তবে সাফল্য পায়নি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রস বার্কলের হেডার ক্রসবারে লেগে ফিরে আসে। ২-১ ম্যাচ জিতে নেয় রেড ডেভিলসরা। তবে জয় সত্ত্বেও লিগ তালিকায় তারা ছয়েই রইল। ম্যান ইউনাইটেডের সংগ্রহ ৪৪ পয়েন্ট।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: মাঠের মাঝেই পড়ল বাজ, ইন্দোনেশিয়ায় মৃত ফুটবলার