ব্রাসেলস: কাতার বিশ্বকাপে (Qatar world Cup 2022) একের পর এক অঘটন ঘটেই চলেছে। গতকাল মরক্কোর বিরুদ্ধে হেরে গিয়েছে বেলজিয়াম। ক্রমতালিকার হিসেবে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম (Belgium)। অন্যদিকে তালিকায় ২২ নম্বরে রয়েছে মরক্কো (Morocco)। গতকাল ২-০ গোলে মরক্কো হারিয়ে দেয় বেলজিয়ামকে। রবার্তো মার্টিনেজের দলের এই হার কোনওভাবেই মেনে নিতে পারছেন না ব্রাসেলসের ফুটবল সমর্থকরা। ম্যাচ হারের পরই বেলজিয়ামের রাজধানীর রাস্তায় দাঙ্গা লেগে যায়। এমনকী অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 


গতকাল ম্যাচ শেষ হওয়ার পরই রাস্তায় ২ পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। যা পরে বিশাল আকার নেই। রাস্তায় পুলিশকে নামতে হয়। গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীররা। সূত্রের খবর, মরক্কোর জয়ের পর কয়েকজন সে দেশের পতাকা গায়ে জড়িয়ে পথে নেমেছিলেন। সেই থেকেই ঝামেলার উৎপত্তি। জানা গিয়েছে এই ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় একজন সাংবাদিকও গুরুতর আহত হন। পুলিশকে দাঙ্গা থামাতে জলকামান ও কাঁদানের গ্যাসের ব্যবহার করতে হয়। 


জমে গেল গ্রুপের লড়াই


এদিকে, মরক্কো ম্যাচ জিততেই জমে উঠেছে গ্রুপ এফ-এর পয়েন্ট টেবিল। ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অপ্রত্যাশিতভাবে শীর্ষে উঠে এল মরক্কো। ২ ম্যাচের একটি জিতে আর একটি পরাজিত হয়ে ৩ পয়েন্ট কেভিন দ্য ব্রুইনদের ঝুলিতে। তাঁরা রয়েছেন তালিকায় দুই নম্বরে। তিনে রয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচ ড্র করে ১ পয়েন্ট রয়েছে ক্রোটদের ঝুলিতে। কানাডা ১ ম্যাচ খেলে কোনও পয়েন্ট না পেয়ে রয়েছে পয়েন্ট টেবিলে সকলের নীচে। রবিবারই মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও কানাডা। সেই ম্যাচের পর পাল্টে যেতে পারে গ্রুপের ছবি।


বেলজিয়ামের বিরুদ্ধে গোল করলেন মরক্কোর আবদেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখলাল। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটের মাথায় বেলজিয়াম বক্সের বাঁ প্রান্তে ফ্রি কিক পায় মরক্কো। সেট পিস থেকে বাঁক খাওয়ানো শটে সূক্ষ কোণ থেকে গোল করেন সাবিরি। বিশ্বের দু নম্বর দল বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তুয়াও কার্যত কিছু বুঝে উঠতে পারেননি। 


এরপর ম্যাচের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে মরক্কোর হয়ে দ্বিতীয় গোল করেন জাকারিয়া আবৌখলাল। বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর মাত্র তৃতীয় জয় ছিল এটা।