কলকাতা: ভয় ধরানো ছন্দে সুলঞ্জনা রাউল (Sulanjana Raul) । হ্যাটট্রিক করলেন । বাংলাও দুরন্ত ছন্দে অভিযান শুরু করল । মেঘালয়কে সাত গোলের মালা পরাল বাংলা ।

বিরাট ব্যবধানে জয় দিয়ে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাভাই ট্রফিতে যাত্রা শুরু করলেন বাংলার মেয়েরা । প্রতিপক্ষ মেঘালয়ের বিরুদ্ধে ৭-০ গোলে জিতল বাংলা । দুরন্ত পারফরম্যান্স সুলঞ্জনা, সুস্মিতাদের । হ্যাটট্রিক করলেন সুলঞ্জনা রাউল । বাংলার মহিলা দলের আগ্রাসী ও ঝোড়ো পুটবলের সামনে কার্যত আত্মসমর্পণ করল মেঘালয় । ৭-০ গোলে জয় পেয়ে অভিযান শুরু করল বাংলা । 

শনিবার কৃষ্ণনগরের রায় মেমোরিয়াল ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে শুরু থেকে দাপট দেখাতে শুরু করেন বাংলার মেয়েরা । তাঁদের একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে মেঘালয়ের রক্ষণে । ভেঙে চুরমার হয়ে যায় মেঘালয়ের রক্ষণ । রক্ষণাত্মক কৌশল নিয়েও শেষরক্ষা করতে পারেনি উত্তর পূর্ব ভারতের দল মেঘালয় । বরং গোলের সুযোগ কাজে লাগিয়ে বিপক্ষকে গোলের মালা পরাল বাংলা ।  

ম্যাচের শুরুতেই সুলঞ্জনা রাউলের গোলে এগিয়ে যায় বাংলা । মেঘালয়ের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দুরন্ত গোল করেন বঙ্গকন্যা । তাঁর গোলেই ব্যবধান বাড়ায় বাংলা । অসাধারণ এক ডিফেন্স চেরা বল পেয়ে বিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়কে বোকা বানিয়ে পেনাল্টি বক্সে ঢুকে বাঁ পায়ে জোরাল শট নেন সুলঞ্জনা । বাঁ দিকে ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি মেঘালয়ের গোলকিপার । ২-০ এগিয়ে যায় বাংলা ।

 

দূরপাল্লার শটে বাংলার হয়ে তৃতীয় গোল করেন সুস্মিতা লেপচা । যে গোলটি ছিল বিশ্বমানের । বাংলার হয়ে চতুর্থ গোল মৌসুমি মুর্মুর । গোল করেন রিম্পা হালদার, মমতা হাঁসদাও । ৫৪ মিনিটে সুলঞ্জনাকে রুখতে পেনাল্টি বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন মেঘালয় গোলকিপার । গোলকিপারের সেই ভুলকে কাজে লাগান সুলঞ্জনা । গোলকিপার এবং আরেক ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকা গোলে বল ঠেলে দিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন সুলঞ্জনা । উৎসব শুরু হয়ে যায় বাংলা শিবিরে । 

৩০তম রাজমাতা জিজাভাই ট্রফিতে বাংলার পরের ম্যাচ ৮ সেপ্টেম্বর, সোমবার রেলওয়েজের বিরুদ্ধে ।