দোহা: দলের অন্যতম তারকা প্লেয়ার নেমারকে ছাড়াই আজ বিশ্বকাপে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল (Brazil)। প্রথম ম্যাচে সার্বিয়ার (Serbia) বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একাই জোড়া গোল করেছেন রিচার্লিসন। আজ স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একটাই চিন্তা সাম্বা শিবিরে। নেমারের চোট। আজকের ম্যাচে এই তারকা ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে চলেছে ব্রাজিল।
এদিকে চোটের জন্য মাঠে নামতে না পারায় স্বভাবতই হতাশ নেমার। দলের সেন্টার ব্য়াক মার্কুইনহোস বলছেন, "এই সময়টা সত্যিই খুব কঠিন ওঁর জন্য। গত ম্যাচের পর নেমার ভীষণ হতাশ হয়ে গিয়েছিল। এটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই এই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলাম।''
এরপরই মার্কুইনহোস আরও বলেন, ''গত ম্যাচের পর অনেকগুলো টেস্ট করতে হয়েছে নেমারের। এরপর ও ২৪ ঘণ্টায় বারবার ফিজিওথেরাপি করাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে নেমার কতটা উদ্যমী এই ম্যাচে নামার জন্য।'' নেমারের মতই এই ম্যাচে ড্যানিলোকেও পাওয়া যাবে না। চোটের জন্য অনুশীলনে দেখা যায়নি লুকাস পাকুয়েতাও। তবে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ তিতে।
আজ আমনে-সামনে সার্বিয়া বনাম ক্য়ামেরুন
কাতার বিশ্বকাপে (Qatar World Cup) নিজেদের প্রথম ম্য়াচে হারের মুখ দেখতে হয়েছিল সার্বিয়া (Serbia) ও ক্যামেরুনকে (Cameroon)। ব্রাজিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছে সার্বিয়া। অন্যদিকে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ক্যামেরুনকে। আজ কি হবে?
বিশ্বকাপের মঞ্চে স্যামুয়েল এটোর ক্যামেরুন দল শেষবার ২০০২ সালে জয়ের মুখ দেখেছিল। কিন্তু এরপর থেকে বিশ্বকাপে কোনও ম্যাচই জয় পায়নি ক্যামেরুন। গত বছর টুর্নামেন্টে যোগ্যতাই অর্জন করতে পারেনি ক্য়ামেরুন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল ক্যামেরুনকে। এবারও শুরুর ম্যাচেই হার। আজ সার্বিয়ার বিরুদ্ধে কি জয়ের মুখ দেখতে পারবে আফ্রিকার দলটি?
সার্বিয়ার ক্ষেত্রেও এই লড়াই ডু অর ডাই। আটানব্বইয়ের বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল। আজকের ম্যাচে হারলে ফের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে সার্বিয়া।