নিউ ইয়র্ক: প্রেমিক ঠকিয়েছে। জব্বর প্রতিশোধ নিলেন বান্ধবীও। প্রেমিক আর্জেন্তিনার অন্ধ ভক্ত। আর লিওনেল মেসি (Lionel Messi) অন্ত প্রাণ। কোপা আমেরিকায় (Copa America) আর্জেন্তিনার (Argentina) খেলা দেখবেন বলে টিকিট কেটে রেখেছিলেন। সেই টিকিট বিলিয়ে দিলেন ক্ষুব্ধ বান্ধবী। তবে সেখানেই প্রতিশোধ স্পৃহা শেষ হয়নি। প্রেমিকের সবচেয়ে মহার্ঘ জিনিসও দান করে দিলেন বান্ধবী।


কী সেটা?


আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসির অটোগ্রাফ দেওয়া জার্সি। 


ওই মহিলার নাম ক্যান্ডেলা ফ্যাসিনো। প্রেমিকের সঙ্গে ঝামেলার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ক্যান্ডেলা। সেখানে হাজার হাজার মানুষ আর্জেন্তিনা ম্যাচের টিকিট আর মেসির স্বাক্ষর করা টি শার্ট পেতে দরবার করেছেন।


জানা গিয়েছে, ক্যান্ডেলার বাড়ি আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন যে, প্রেমিক তাঁকে ঠকাচ্ছিলেন এবং লুকিয়ে তাঁরই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। হাতেনাতে সেটা ধরতে পেরে গিয়েই কড়া পদক্ষেপ করেছেন ক্যান্ডেলা।


ক্যান্ডেলা সেই ভিডিওতে বলেছেন, 'আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমাকে ঠকিয়েছে আমার প্রেমিক। এবার দেখুন আমার কাছে কী রয়েছে। বোকা লোকটা কোপা আমেরিকায় পরের দুটি ম্যাচের টিকিট এখানে ফেলে গিয়েছে। আর এগুলো নিয়ে আমি এবার লটারি করব।'


ক্যান্ডেলা পেশায় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, যাঁরা এই টিকিট পেতে আগ্রহী, তাঁরা যেন তাঁকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন। তারপরই ক্যান্ডেলা বলেন, 'ওহ! বলতে ভুলে গিয়েছিলাম। যে সমস্ত ছেলেরা নিজেদের স্পেশ্যাল মনে করো, কখনও প্রতারিত মহিলাদের বিশ্বাস কোরো না।'


ভিডিওতে আরও একটি ঘোষণা করেন ক্যান্ডেলা। জানান, এখানেই শেষ নয়, মেসির সই করা টি শার্ট জেতারও সুযোগ করে দেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মেসির অটোগ্রাফ করা টি শার্ট দেখিয়ে  ক্যান্ডেলা বলেন, 'এই শার্টটা কে চাও?'


 






ক্যান্ডেলার ভিডিওতে কয়েক হাজার কমেন্ট হয়েছে। ফলোয়ারের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ক্যান্ডেলা জানিয়েছেন, একটি পার্টিতে তাঁর বেস্ট ফ্রেন্ডকে টেক্সট করছিলেন তাঁর প্রেমিক। সেটাই ধরে ফেলেন তিনি। তারপরই দেখেন, কথোপকথনের একটা অংশ মুছে দেওয়া হয়েছে। তারপরই আর মেজাজ ধরে রাখতে পারেননি তিনি।



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।