রিয়াদ: চল্লিশ পেরিয়েছে। কিন্তু এখনও ফিটনেসের নিরিখে অনেক তরুণ ফুটবলারকে টেক্কা দিতে পারেন অনায়াসে। সম্প্রতি কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আল হাজমের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে আল নাসের। সেই ম্য়াচেই গোল করে নিজের কেরিয়ারের ৯৫০ তম গোল পূরণ করে ফেললেন সি আর সেভেন। রোনাল্ডো মতোই গোল পেলেন জোয়াও ফেলিক্স। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো ও তাঁর দল। খেলার ২৫ মিনিটের মাথায় আইমান ইয়াহিয়ার ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন জোয়াও ফেলিক্সপ্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে গোল আসে রোনাল্ডোর থেকে। তবে তার জন্য়ও অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত।

Continues below advertisement

আল নাসেরের জার্সিতে চলতি মরশুমে এই নিয়ে ষষ্ঠ গোল করে ফেললেন রোনাল্ডো। টানা চার ম্য়াচে গোল করলেন। ৮৮ মিনিটে করা গোলটি ছিল তাঁর কেরিয়ারের ৯৫০ তম গোল। আর ৫০ গোল করলেই হাজার ছুঁয়ে ফেলবেন। তার পরেই কি থামবেন? কিন্তু রোনাল্ডোর মাথায় অন্য কিছু চলছে। তিনি বলছেন, ''আমি আরও কিছু বছর খেলাটা চালিয়ে যেতে চাই। সত্যি বলতে খুব বেশিদিন নয়। কিন্তু আমি দলের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। অনেক তরুণ প্লেয়ারদের থেকেই অনেক কিছু শিখতে পারছি। আমার পরিবার বারবার বলছে যে আমার এবার থামা উচিৎ। তাঁরা বলছে যে আমি সবকিছুই অর্জন করেছি, তাহলে কেন ১০০০ গোলের পেছনে ছুটছি। কিন্তু আমি অন্যভাবে ভাবতে চাই। আমি চাই দেশের জার্সিতে ও ক্লাবের হয়ে আমি যেন আরও কিছু দিতে পারি।'' বিশ্ব ফুটবলের অন্য়তম মহাতারকা আরও বলেন, ''আমি জানি আমার কেরিয়ারে আর বেশিদিন নেই। কিন্তু যে কটা দিন খেলতে পারি, নিজের খেলাটা শুধু উপভোগ করে যেতে চাই।''

Continues below advertisement

 

 

কিছুদিন আগেই রোনাল্ডোর ভারতে আসার খবর চাউর হয়েছিল। এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে আল নাসের। তবে রোনাল্ডো না কি সেই ম্য়াচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্রাম নিতে চাইছেন তিনি। তাই তিনি আসবেন না ভারতে।