রিয়াধ: ৩৮ পেরিয়েও থামতেই চাইছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই বয়সেও মাঠে নামলেই রেকর্ড গড়ছেন।  যদি পুরো লিখে গতকাল আল নাসেরের  হয়ে মাঠে নেমেছিলেন সিআর সেভেন।  আর নেমেই দুটো গোল করার সঙ্গে সঙ্গে আরও একটি রেকর্ড নিজের নামের পাশে যোগ করে নিলেন তিনি।  প্রথম ডিভিশন ফুটবলে বিশ্বের সর্বাধিক ৫২৭ গোলের মালিক হয়ে গেলেন সিআর সেভেন।  গতকাল ৭৭ ও ৮০ মিনিটের মাথায় দুটো গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো একইসঙ্গে সৌদি প্রলীগে আল নাসিরের খাতায় আরো মূল্যবান ৩ পয়েন্ট যোগ করে দিতে সাহায্য করেন তিনি।


ইতিমধ্যেই চলতি বছরে ৬১ টি গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  কাতার বিশ্বকাপের পরই  চলতি মরশুমে সৌদির ক্লাব আল নাসের এ যোগ দেন রোনাল্ডো।  পাঁচ বারে ব্যালন ডি'অর জয়ী সিআর সেভেন এখনও পর্যন্ত আল নাসেরের জার্সিতে ৪২ ম্যাচ খেলে ৩৬ টি গোল করেছেন।


বিশ্বফুটবলের অন্যতম মহাতারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক। তাঁর মত হতে চান অনেকে। তাঁর জীবনযাত্রা, তাঁর খাওয়া দাওয়া, তাঁর স্টাইল স্টেটমেন্ট সবকিছুই আলোচনার কেন্দ্রবিন্দু। বয়স ৩৯ ছোঁয়ার মুখে। কতদিন আর খেলবেন জানা নেই, তবে এখনও তাঁকে নিয়ে কৌতূহলের অন্ত নেই। এবার সেই কৌতূহল যেন আরও বাড়িয়ে দিলেন রামিজ রাজা। সম্প্রতি পাকিস্তানের একটি টিভি শোয়ে এক সাক্ষাৎকারে প্রাক্তন পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন যে, রোনাল্ডোর ডায়েট রুটিন নাকি নাসার বিজ্ঞানীরা তৈর করেন।


এক সাক্ষাৎকারে রামিজ রাজা বলেন, ''ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খাওয়া দাওয়া, ওর ডায়েট যে চার্ট তা নাসার বিজ্ঞানীরা বানিয়ে থাকেন। ওর শরীর তাই এত ফিট। খাওয়া দাওয়া ভীষণ নিয়মমাফিক করে থাকেন তিনি।''


চলতি সৌদি প্রো লিগে ৩৮ পেরোন এই ফুটবলার ১২ ম্যাচ খেলে মোট ১৪ গোল করেছেন। পর্তুগাল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গণ্য করা হয়। ২০১৬ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বেই পর্তুগাল উয়েফা ইউরোর খেতাব নিজেদের ঘরে এনেছিল।


আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে বেশি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ২০৩টি ম্যাচ খেলেছেন, যা রেকর্ড। রোনাল্ডোর গোল করার দক্ষতা নিয়ে কোনওদিনও কোন প্রশ্ন উঠতে পারে না। তিনিই প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ স্তরে ৮০০টি গোল করেছেন।