বার্লিন: ইউরো কাপের (UEFA Euro Cup) ইতিহাসে জার্মানির সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে সফল দল। এবারও ট্রফি জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট। কেন, তা প্রথম ম্যাচেই প্রমাণ করে দিল স্পেন (Spain vs Croatia)। স্প্যানিশ আর্মাডার ধাক্কায় চূর্ণ ক্রোয়েশিয়া। ৩-০ গোলে ক্রোটদের উড়িয়ে ইউরো কাপে অভিযান শুরু করলেন আলভারো মোরাতারা।


প্রথমার্ধের তিন ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে ক্রোয়েশিয়া। আলভারো মোরাতা (Alvaro Morata), ফাবিয়ান রুইজ (Fabian Ruiz) ও দানি কার্ভাজালের (Dani Carvajal) গোলে প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় স্পেন। হাজার প্রচেষ্টাতেই সেই ব্যবধানে কমাতে পারেননি লুকা মদ্রিচ, ইভান পেরিসিচরা।


২০০৮ ও ২০১২, চার বছরের ব্যবধানে দুবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবারের টুর্নামেন্টে জার্মানির বার্লিনে তাদের শুরুটাও হল রাজকীয়ভাবে। ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ৩ গোলে পর্যুদস্ত করল স্পেন। 


কিক অফের পর থেকেই দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ শুরু করে। তবে গোল হচ্ছিল না। ২৯ মিনিটে প্রথম গোল করেন মোরাতা। ফাবিয়ানের দুরন্ত পাস ধরে স্পেনের অধিনায়ক দোমিনিক লিভাকোভিচকে পরাস্ত করেন।


তার ঠিক তিন মিনিট পরেই গোল ফাবিয়ানের। দ্বিতীয়ার্ধের বিরতির ঠিক আগে তৃতীয় গোল করেন ডিফেন্ডার কার্ভাজাল। ইউরো কাপের ইতিহাসে কনিষ্ঠতম ফুটবলার লামিন ইয়ামালের (Lamine Yamal) পাস ধরে গোল করে ম্যাচের ভাগ্য যেন চূড়ান্ত করে দেন তিনি।


 






দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল হয়। পেনাল্টি পেয়েছিলেন ক্রোটরা। ব্রুনো পেতকোভিচের শট গোলকিপার রুখে দিলে ফিরতি বলে গোল করেন। তবে যেহেতু পেনাল্টি নেওয়ার সময় ক্রোট ফুটবলাররা নিয়ম ভেঙে স্পেনের বক্সে ঢুকে পড়েছিলেন, ভার প্রযুক্তির সাহায্যে সেই রিপ্লে দেখে গোল বাতিল করেন রেফারি।                                 


 






আরও পড়ুন: রোহিত-কোহলিদের থেকে শেখা মন্ত্রেই প্রতিপক্ষদের ঘায়েল করতে চান বাংলার পেসার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।