নয়াদিল্লি: খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মতো বিশ্ববন্দিত না না ক্লাবে। জিতেছেন ২০১০ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসাবে গোল্ডেন বলও। এমনকী ভারতীয় ক্লাব ফুটবলেও খেলতে দেখা গিয়েছে তাঁকে। এবার সেই দিয়েগো ফোরলানই (Diego Forlan) নতুন পেশা বেছে নিলেন। ৪৫ বছর বয়সে তিনি পেশাদার টেনিস খেলোয়াড় হিসাবে অভিষেক ঘটাচ্ছেন।


২০১৮ সালে ফুটবলার হিসাবে বুট জোড়া তুলে রেখেছিলেন ফোরলান। তারপর থেকে পিনারোলের মতো ক্লাবে কোচের দায়িত্বও সামলেছেন। তবে এবার ফুটবল সরিয়ে রেখে তাঁর ছোটবেলার আরেক স্বপ্নকে সার্থক করতে চলেছেন ফোরলান। মঙ্গলবারই, এটিপি চ্যালেঞ্জার ট্যুরের অন্তর্গত উরুগুয়ে ওপেনে (Uruguay Open 2024) কোর্টে নামবেন। ইতিমধ্যেই ফোরলানের টুর্নামেন্টে অংশগ্রহণের কথা সরকারিভাবে টুর্নামেন্টের উদ্যোক্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।


উরুগুয়ে দেশের গৌরব, ফোরলানের অংশগ্রহণের কথা জানিয়ে টুর্নামেন্টের উদ্যোক্তরা বলেন, 'হ্যাঁ, আমাদের দশ নম্বর জার্সিধারী (ফোরলানের উরুগুয়ে দলের জার্সির নম্বর) টেনিস কোর্টও মাতাচ্ছেন। এই বছরে ফোরলান মন্টেভিডিওতে ৪০ উর্ধ্ব, তিনেরও বেশি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। এমটি১০০০ লিমা আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরে বিশেষভাবে নজর কাড়েন তিনি।'


নিজের ছোটবেলায় ফোরলান প্রচুর পরিমাণে টেনিস খেলতেন। তবে তিনি শেষমেশ কেরিয়ার হিসাবে ফুটবলকেই বেছে নেন। বিশ্বকাপের সেরা ফুটবলার হওয়া থেকে উরুগুয়ের জাতীয় দলের শতাধিক ম্যাচ খেলা, দলকে নেতৃত্ব দেওয়া, সবই করেছেন ফোরলান। সেই কেরিয়ার ছিল সাফল্য়মণ্ডিত। তবে এবার নিজের আরেক ভালবাসাকে পুণরায় জাগিয়ে তুলে পেশাদার হিসাবে সেই কেরিয়ার অনুসরণ করতে চলেছেন ফোরলান। 


উরুগুয়ান কিংবদন্তি বাঁ-হাতে টেনিস খেলেন। কুঁচকানো চুল, হেড ব্যান্ডে তাঁর সঙ্গে রাফায়েল নাদালেরও মিল খুঁজে পাচ্ছেন অনেকে। ফোরলান বিশ্বের ১০১ নম্বর, আর্জেন্তিনার ফেদ্রিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে সুরকির কোর্টে খেলতে নামবেন। মন্টেভিডিওতে আয়োজিত এই টুর্নামেন্টে তিনি ওয়াইল্ড কার্ড হিসাবে কোর্টে নামার সুযোগ পেয়েছেন।     


ফুটবল বিশ্বে নজর কেড়েছেন, নিজের নতুন পেশায় ফোরলান কি আবারও নজর কাড়তে পারবেন? উরুগুয়ে কিংবদন্তির অনুরাগীরা কিন্তু অন্তত এমনটাই আশা করছেন। বাকিটা সময়ই বলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১২ মাসের অপেক্ষার অবসান, আল হিলালের হয়ে মাঠে ফিরলেন নেমার জুনিয়র