কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup) দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। অপ্রতিরোধ্য দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টকেও (MBSG)। বৃহস্পতিবার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৬ গোলে চূর্ণ করল মোহনবাগান সুপার জায়ান্ট। এই বিশাল জয়ের ফলে গোলের ব্যবধানের বিচারে ‘এ’ গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান এসজি।



আগামী ১৮ অগাস্ট যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ কার্যত হতে চলেছে প্রি কোয়ার্টার ফাইনাল। কলকাতা ডার্বিতে জয়ী দলই শেষ আটে জায়গা করে নেবে। তবে গোলের ব্যবধানের বিচারে যেহেতু মোহনবাগানই এগিয়ে, তাই এই ম্যাচ ড্র হলে মোহনবাগানই গ্রুপসেরা হিসেবে নক আউট পর্বের দরজা খুলে ফেলবে।


বৃহস্পতিবার বিকেলে আগাগোড়া আধিপত্য বজায় রেখে এয়ারফোর্সকে গোলের মালা পরাল মোহনবাগান। সারা ম্যাচে তাদের বলের দখল ছিল ৬৭ শতাংশ। মোট ৩৭টি শট নেয় তারা, যার মধ্যে ১৬টিই ছিল লক্ষ্যে। সারা ম্যাচে মাত্র একটি শট গোলে রাখতে পারে এয়ারফোর্স দল। এই পরিসংখ্যানেই মোহনবাগানের দাপট বোঝা যায় স্পষ্ট।

কিক অফের পর চার মিনিটের মাথায় গোল করেন অস্ট্রেলীয় তারকা ফরওয়ার্ড জেসন কামিংস। দশ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান স্কটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেড। ৩৮ মিনিটের মাথায় দলকে তৃতীয় গোল এনে দেন লিস্টন কোলাসো।

তিন গোলে এগিয়ে থাকা মোহনবাগান দ্বিতীয়ার্ধেও একইরকম আগ্রাসী মেজাজে খেলা শুরু করে। ৬৫ মিনিটের মাথায় দূরপাল্লার শটে আশিস রাইয়ের অনবদ্য গোল করেন। ৭৬ মিনিটে কামিংস তাঁর দ্বিতীয় গোল করেন। সংযোজিত সময়ের প্রথম মিনিটে ছ’নম্বর গোলটি করেন দলের আর এক স্কটিশ তারকা মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট।

বৃহস্পতিবারই মোহনবাগানের নতুন স্পেনীয় হেড কোচ হোসে মোলিনাকে সাইডলাইনে দেখা যায়। মোহনবাগান তাদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কেও মাঠে নামায়। ম্যাচের পুরো সময় জুড়ে সবুজ-মেরুন বাহিনীর একপেশে আক্রমণ দেখা যায়। বাঁ প্রান্ত থেকে তাঁর বুদ্ধি ও গতি দিয়ে বারবার প্রতিপক্ষের ডিফেন্সকে বিপাকে ফেলেন কোলাসো। ৩৮ মিনিটে সাহালের পাস থেকে গোল করেন কোলাসো।

গোটা ম্যাচে তেমন কোনও বিপজ্জনক পরিস্থিতিই তৈরি করতে পারেনি বিমান দল। দ্বিতীয়ার্ধে এয়ারফোর্স দলের ডিফেন্সে উন্নতি দেখা যায়। তবে মোহনবাগানের দাপট কমেনি। ম্যাচের শেষ পর্যন্ত গোল পার্থক্য বাড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। শেষ পর্যন্ত বিরাট জয় অর্জন করে নেয় মোহনবাগান। (তথ্যসূত্র: আইএসএল মিডিয়া)



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।