নয়াদিল্লি: তাঁর সোশ্যাল মিডিয়া খুললে একের পর এক খ্যাতনামা ফুটবলারের সঙ্গে ছবি। কোনও ছবিতে তিনি আন্দ্রে পির্লো কিংবা দেল পিয়েরোর পাশে, কোনও ছবি স্পেনের কার্লোস পুয়োলের সঙ্গে। বিশ্ব ফুটবলের বেশ পরিচিত নাম। ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।

Continues below advertisement

সন্ত্রাসবাদীদের গুলিতে প্রয়াত হলেন ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের প্রাক্তন ডিফেন্ডার মারিও পিনেইদা (Mario Pineida)। ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলে বুধবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে ৩৩ বছর বয়সী এই ফুটবলারকে।

ইকুয়েডরের স্থানীয় সংবাদমাধ্যমে লেখা হয়েছে, মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতী গুইয়াকিলের উত্তরের একটি দোকানের বাইরে পিনেইদা, তাঁর মা ও আরেক মহিলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই পিনেইদার মৃত্যু হয় বলে জানানো হয়েছে। ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্তে বিশেষ পুলিশ দল পাঠানো হয়েছে।

Continues below advertisement

আততায়ীর গুলিতে ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার মারিও পিনেইদার মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া ফুটবল বিশ্বে। ৩৩ বছর বয়সী ডিফেন্ডারকে গত বুধবার রাতে গুইয়াকিলে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত ছিল। তাদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিনেইদা। 

 

পিনেইদার মৃত্যুতে শোকের ছায়া ইকুয়েডরের খেলার মাঠেও। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে পিনেইদার বর্তমান ও প্রাক্তন ক্লাব। এই ঘটনার কড়া নিন্দা করে পিনেইদার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইকুয়েডর ফুটবল সংস্থাও। অন্যদিকে ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

২০১০ সালে ইকুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের হয়ে পেশাদার কেরিয়ার শুরু হয়েছিল পিনেইদার। ২০১৬ সালে ইকুয়েডরের অন্যতম বড় ক্লাব বার্সেলোনা এসসিতে যোগ দেন তিনি। পরে ব্রাজিলের ফ্লুমিনিজ় ও ইকুয়েডরের এল ন্যাসিওনালে ক্লাবেও খেলেন। ২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। ইকুয়েডরের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে। সব মিলিয়ে মোট ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পিনেইদা। যার মধ্যে আছে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও।