নয়াদিল্লি: চার দিনে পাঁচ শহর ঘুরে লিওনেল মেসি মঙ্গলবার ভারত ছেড়েছেন। জানিয়ে গিয়েছেন আবার তিনি ভারতে আসতে চান। তবে যেখানে মেসির ভারত সফরে এলাহি আয়োজন করা হয়েছিল, সেখানে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এখনও বিশ বাও জলে। আইএসএল শুরু হওয়া নিয়ে এখনও নিশ্চয়তা, খবর নেই। এই আবহেই বর্তমান পরিস্থিতিতে মেসির ভারত সফরকে কেন্দ্র করে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।
ভারতের তারকা ফুটবলারের দাবি ভারতীয়রা বোধ হয় নিজেদের ফুটবলারদের সমর্থন করতে আগ্রহী নন। তিনি দেশের ফুটবলপ্রীতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেও স্টেকহোল্ডাররা সঠিক জায়গায় গুরুত্ব দিচ্ছেন কি না, সেই নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি লেখেন, 'বিগত কয়েকদিনে গোটা দেশজুড়ে ফুটবলকে সাদরে গ্রহণ করে নেওয়ার উচ্ছ্বাস খানিকটা থিতু হওয়ার পর আমি এবার আমার মতামত ব্যক্ত করতে চাই। সর্বপ্রথম বলতে চাই যে আমাদের দেশ ফুটবলকে এত ভালবাসে দেখে আমার সত্যি আনন্দ হয়েছে। লোকরা লক্ষ লক্ষ টাকা দিয়ে ফুটবলারকে দেখার জন্য মাঠ ভরাতে উৎসুক দেখেও ভাল লেগেছে।'
তিনি যোগ করেন, 'তবে যে বিষয়টি আমার চিন্তার কারণ, আমায় ভাবাতে বাধ্য করেছে, সেটা হল এমন সময় যখন আমাদের গোটা ফুটবল সিস্টেমটা নিয়েই সংশয় রয়েছে এবং এটি সম্ভবত সবথেকে কঠিন সময়গুলির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের সামনে সম্ভবত কোনও পোশাদার ফুটবল না হওয়ার সম্ভাবনাও রয়েছে। মনে হচ্ছে যে আমাদের ফুটবল সংক্রান্ত বিষয় নিয়োগ করতে কেউ আগ্রহী নয়, সেখানে আবার আমরাই কোটি কোটি টাকা এই খেলার জন্য খরচ করছি। এটা দেখে আমার মনে হচ্ছে যে আমরা খেলাটাকে ভালবাসি বটে আমাদের নিজেদের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মতো ততটাও না।'
এর পাশাপাশি সন্দেশ ঝিঙ্গান এটাও স্বীকার করে নিচ্ছেন যে ভারতীয় দল সম্প্রতি ভাল পারফর্ম করতে পারেনি এবং সবথেকে সিনিয়র খেলোয়াড়দের একজন হিসাবে তিনি এর দায়ও স্বীকার করে নিচ্ছেন। তবে ভারতীয় ফুটবলে আবারও সুদিন ফিরবে বলেও আশাবাদী ভারতের তারকা ডিফেন্ডার।