বার্লিন: গত ইউরো কাপের (Euro Cup 2024) ফাইনালের ক্ষতটা এখনও ভুলতে পারেনি ইংল্যান্ড (England vs Spain)। ফাইনালে উঠেও শেষ পর্যন্ত ইতালির কাছে হার মানতে হয়েছিল। 


গতবারের চ্যাম্পিয়ন ইতালি এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। তবে ইংল্যান্ড এবারও পৌঁছে গিয়েছে ফাইনালে। সামনে এবারও এক শক্তিশালী দেশ। স্পেন। যারা ২০১২ সালের পর থেকে আর ইউরো কাপ জেতেনি। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় বার্লিন স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হ্যারি কেনের ইংল্যান্ড ও আলভারো মোরাতার স্পেন।


আর সেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গ্যারেথ সাউথগেটের ছেলেদের উৎসাহ দিলেন প্রিন্স অফ ওয়েলস - প্রিন্স উইলিয়াম। রবিবার ফাইনালের আগে যিনি ইংরেজ ফুটবলারদের বলে দিলেন, কাজ শেষ করে এসো।


সোশ্যাল মিডিয়ায় ইংরেজ ফুটবলারদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রিন্স উইলিয়াম। লিখলেন, 'আমরা তোমাদের নিয়ে সকলে খুব গর্বিত।' তারপর লিখেছেন, 'আর একটা ধাক্কা দিলেই কাজটা শেষ হয়ে যাবে। মাঠে নামো এবং দুনিয়াকে দেখিয়ে দাও, তোমরা কোন ধাতুতে তৈরি। তোমাদের ওপর আমরা বিশ্বাস করি।'


শুক্রবার কেনসিংটন প্যালেসের তরফে নিশ্চিত করে বলা হয়েছে যে, রবিবার বার্লিনের অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম স্পেন ফাইনাল ম্যাচ দেখতে মাঠে থাকবেন প্রিন্স উইলিয়াম। ইংল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্যর কিয়ের স্টার্মারও মাঠে থাকবেন।


রেকর্ডের দিক থেকে দুই দেশের সামনে লক্ষ্য দুরকম। স্পেন তিনবারের ইউরো চ্যাম্পিয়ন। রবিবার জিতলে তারাই হবে প্রথম দেশ, যাদের চার চারটি ইউরো সেরার ট্রফি থাকবে সাফল্যের ঝুলিতে। জার্মানি তিনবার ইউরো কাপ জিতেছিল। তাদের দেশের মাটিতেই জার্মানিকে ছাপিয়ে যাওয়ার হাতছানি স্পেনের। অন্যদিকে, ইংল্যান্ড একবার বিশ্বকাপ জিতলেও, ইউরো কাপ জেতেনি কখনও। তাই স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ ইংল্যান্ডের সামনে।


প্রিন্স উইলিয়াম ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (FA) প্রেসিডেন্টও। চলতি ইউরো কাপে ডেনমার্কের বিরুদ্ধে গ্রুপ পর্বে ইংল্যান্ডের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন প্রিন্স উইলিয়াম। সেই ম্যাচ অমীমাংসিত ছিল। কোয়ার্টার ফাইনালে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে হ্যারি কেনদের ম্যাচও তিনি মাঠে বসে দেখেছিলেন।               


আরও পড়ুন: মেসিদের ফাইনাল ম্যাচের বিরতিতে থাকছে চমক, পারফর্ম করবেন বিশ্বের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।