স্যান্তিয়াগো: ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেতাব জয় মরক্কোর। আর্জেন্তিনাকে হারিয়ে খেতাব ঘরে তুলল মরক্কো ফুটবল দল।  প্রথমার্ধে দুটো গোল করেছিলেন মরক্কোর ইয়াসির জাবিরি। আর এি জোড়া গোলের সুবাদেই মরক্কো ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে খেতাব জিত নিয়েছে মরক্কো। এর আগে ২০০৯ সালে ঘানা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই হিসেবে দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেতাব জিতে নিল মরক্কো। অলিম্পিক্স.কমের তথ্য অনুযায়ী বিশ্বের প্রথম দল হিসেবে ৪২ বছরে একমাত্র দল হিসেবে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মরক্কো। 

Continues below advertisement

খেলা শুরুর থেকেই আর্জেন্তিনার বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করেছিল মরক্কো। খেলার ১২ মিনিটের মাথায় প্রথমে জাবিরি প্রথম গোলটি করেন। তিনি এগিয়ে দেন মরক্কোকে। এরপর ২৯ মিনিটের মাথায় ফের গোল করেন জাবিরি। এখান থেকে আর ফিরে তাকায় মরক্কো। দ্বিতীয়ার্ধে অনেকটা চেষ্টা করেও শেষ পর্যন্ত হার বাঁচাতে পারেনি মেসি, ডি মারিয়ার উত্তরসূরিরা।

এই টুর্নামেন্টের ইতিহাসে ৬ বারের চ্যাম্পিয়ন দল ছিল আর্জেন্তিনা। তারা এবারেও টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল। সবগুলো ম্য়াচে জিতেই ফাইনালে উঠেছিল নীল সাদা শিবির। কিন্তু ফাইনালে গিয়ে মরক্কোর বিরুদ্ধে আটকে গেল আর্জেন্তাইন শিবির।

Continues below advertisement

 

এদিকে, লিওনেল মেসি আমেরিকার লিগে গিয়ে প্রথম বার সোনার বুট জিতলেন। ইন্টার মায়ামির জার্সিতে নাশভিলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন আর্জেন্তাইন সুপারস্টারমেজর সকার লিগের প্লে-অফে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। যার পুরো কৃতিত্বই দাবি করেন মেসি নিজেই। ম্য়াচে নাশভিলের বিরুদ্ধে ৫-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ইন্টার মায়ামি। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রথম গোল করেছিলেন মেসিপিছিয়ে থেকেও শেষ পর্যন্ত প্রথমার্ধে এগিয়ে যায় নাশভিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের মেসিই সমতায় ফেরান দলকে। দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করেছিলেন লিও। এরপর ৮১ মিনিটের মাথায় হ্য়াটট্রিক পূরণ করেন। এই মরশুমে এখনও পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ২৮ ম্যাচে ২৯ গোল করে ফেললেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের অধিনায়ক। উল্লেখ্য, কিছুদিন পরেই ভারতের মাটিতে আসার কথা লিওনেল মেসির। ভারতে ফুটবলপ্রেমীদের জন্য তা একটা বিশেষ মুহূর্ত হতে চলেছে।