দোহা: বিশ্বকাপে প্রথম ম্য়াচে মাঠে নামার আগেই দুঃসংবাদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য। সারা বিশ্ব জুড়ে তাঁর অসংখ্য ভক্ত। অথচ সেই ভক্তের মোবাইল ফোন আছড়ে ভেঙে দিয়েছিলেন সিআরসেভেন। যার জন্য কড়া শাস্তি হল তাঁর।
গত এপ্রিল মাসে এক ভক্তের মোবাইল মাটিতে ছুড়ে ভেঙে ফেলার জন্য শাস্তি হয়েছে রোনাল্ডোর। দু’টি ম্যাচ নির্বাসনের পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে পর্তুগালের মহাতারকাকে। তবে জাতীয় দলের জার্সিতে নয়। রোনাল্ডোকে ক্লাব ফুটবলে শাস্তির মুখে পড়তে হয়েছে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন রোনাল্ডো। এর পরে তিনি কোন ক্লাবে যাবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে তিনি যদি ইংল্যান্ডের কোনও ক্লাবের হয়ে খেলেন তা হলে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
গত বছর এপ্রিল মাসে এভার্টনের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা চলাকালীন এই ঘটনা ঘটেছিল। ম্যাচ শেষে বিশেষ ভাবে সক্ষম এক কিশোর রোনাল্ডোর সঙ্গে ছবি তোলার আবদার করেন। কিন্তু ম্যাচ হেরে হতাশ রোনাল্ডো কিশোরের হাত থেকে ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারেন। রোনাল্ডোকে তাই কড়া শাস্তি দিল এফএ।
কেনকে নিয়ে উদ্বেগ
প্রথম ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েও পুরোপুরি স্বস্তিতে নেই ইংল্যান্ড (England Football Team)। কারণ, অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) গোড়ালিতে চোট লেগেছে। ২০১৮ সালের বিশ্বকাপের সোনার বুটজয়ী তারকা পরের ম্য়াচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বুধবার কেনের গোড়ালিতে স্ক্যান করা হবে। সেই রিপোর্টের ওপর নির্ভর করছে বিশ্বকাপে কেনের খেলতে পারা বা না পারার বিষয়টি।
গ্রুপ বি-র ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে মাঠের মধ্যেই কেনের গোড়ালির শুশ্রূষা করা হয়েছিল। এমনকী, ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়েও যান কেন। তাঁর গোড়ালিতে স্ট্র্যাপিং করা ছিল।
ইরান ম্যাচের পরের দিন প্র্যাক্টিস করেছিলেন কেন। ইংরেজ ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে, সুস্থ হয়ে গিয়েছেন কেন। কিন্তু বুধবার দলের রুদ্ধদ্বার প্র্যাক্টিসে তিনি বাইরে ছিলেন বলে খবর।
সোমবারের ম্যাচের পর ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছিলেন, 'আমার মনে হয় হ্যারি ঠিক আছে। মনে হয় একটা খারাপ ট্যাকলের কারণে চোট লেগেছে। আমরা ওকে তুলে নিয়েছিলাম কারণ ম্যাচের রাশ আমাদের হাতে ছিল।'
আরও পড়ুন: আর্জেন্তিনাকে হারিয়ে ইতিহাস রচনা, বুধবার জাতীয় ছুটি ঘোষণা সৌদি আরবে