দোহা: উদ্বেগমুক্তি ঘটল ইংল্যান্ড শিবিরে। হ্যারি কেনের গোড়ালির চোট গুরুতর নয়। তিনি বিশ্বকাপে খেলতে পারবেন। জানিয়ে দিলেন চিকিৎসকেরা।
প্রথম ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েও পুরোপুরি স্বস্তিতে ছিল না ইংল্যান্ড (England Football Team)। কারণ, অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) গোড়ালিতে চোট লেগেছিল। ২০১৮ সালের বিশ্বকাপের সোনার বুটজয়ী তারকা পরের ম্য়াচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বুধবার কেনের গোড়ালিতে স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টের ওপর নির্ভর করেছিল বিশ্বকাপে কেনের খেলতে পারা বা না পারার বিষয়টি। তবে সেই স্ক্যান রিপোর্ট হাতে পেয়ে গিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তাতে দেখা গিয়েছে, চোট গুরুতর নয়। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন।
গ্রুপ বি-র ম্যাচে ইরানকে ৬ গোলে হারিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচে মাঠের মধ্যেই কেনের গোড়ালির শুশ্রূষা করা হয়েছিল। এমনকী, ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়েও যান কেন। তাঁর গোড়ালিতে স্ট্র্যাপিং করা ছিল।
ইরান ম্যাচের পরের দিন প্র্যাক্টিস করেছিলেন কেন। ইংরেজ ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন যে, সুস্থ হয়ে গিয়েছেন কেন। কিন্তু বুধবার দলের রুদ্ধদ্বার প্র্যাক্টিসে তিনি বাইরে ছিলেন বলে খবর।
সোমবারের ম্যাচের পর ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছিলেন, 'আমার মনে হয় হ্যারি ঠিক আছে। মনে হয় একটা খারাপ ট্যাকলের কারণে চোট লেগেছে। আমরা ওকে তুলে নিয়েছিলাম কারণ ম্যাচের রাশ আমাদের হাতে ছিল।'
অবশেষে তাঁকে নিয়ে অস্বস্তি কাটল থ্রি লায়ন্সদের।
আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর