দোহা: ব্রাজিল শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের কোচ লুই ফিলিপ স্কোলারির (Luiz Felipe Scolari) মতে, ফের বিশ্বজয় সম্ভব সেলেকাওদের পক্ষে।


২০০২ সালের পর থেকে চারটি বিশ্বকাপে (FIFA World Cup) দেখা গিয়েছে ইউরোপের দেশগুলির দাপট। বিগ ফিল নামে ফুটবল গ্রহে বিখ্যাত কোচ ফিফার (FIFA) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'লাতিন আমেরিকার কথা ধরলে শুধু ব্রাজিল ও আর্জেন্তিনার প্রসঙ্গেই এই বিষয়টা বলা হয়। কিন্তু কলম্বিয়া, যারা বিশ্বকাপ জয়ের দাবিদার, কখনও ট্রফি জেতেনি। ইউরোপে এরকম অনেকগুলি দেশ আছে যারা বিশ্বকাপ জিততে পারে। মনে হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে পিছিয়ে পড়েছি। এমনকী, ফাইনালেও যেতে পারছি না। তবে এবারের বিশ্বকাপে ছবিটা আলাদা। আমার ইউরোপের কোনও দলকেই প্রবল পরাক্রমী মনে হচ্ছে না। ব্রাজিলও বিশ্বকাপ জিততে লড়াই করবে। তবে সব ম্যাচে কেউ সেরা ফুটবল খেলতে পারে না। আর সেই দিনগুলিতে যা কিছু ঘটতে পারে।'                                                                                


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আন্তর্জাতিক ফুটবলের শুরুর দিনগুলি খেলেছেন তাঁর প্রশিক্ষণেই। সেই সিআরসেভেনের সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতার বিশ্বকাপ। শুরুর সেই রোনাল্ডোর সঙ্গে এখনকার মহাতারকা ফুটবলারের কি তফাত দেখেন? স্কোলারি বলেছেন, '২০০৩ সালের সেই বাচ্চা ছেলেটার কথা মনে পড়ে যার ইচ্ছাশক্তি ছিল প্রবল। কিন্তু নিজেকে নিয়ে উচ্চাকাঙ্খা ছিল আর সেই কারণেই ও উন্নতি করেছে। আমার সেই বাচ্চাটার কথা মনে পড়ে যাকে কোনওভাবেই দমিয়ে রাখা যেত না। ও ছিল এমন একজন যার আশপাশে থাকতে ভাল লাগত কারণ, সব দিক থেকেই ও অসাধারণ মানুষ। আমার মনে হয়, কেরিয়ারের সায়াহ্নে এসে ওর জন্যই কাতারে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পর্তুগালের।'


স্কোলারি যোগ করেছেন, 'আমি চাই ও বড় কিছু দিয়ে কেরিয়ার শেষ করুক। ওর সঙ্গে কাজ করাটা ছিল দারুণ অভিজ্ঞতা। পর্তুগাল দলে লুই ফিগো, পাউলেতার মতো বিখ্যাত ফুটবলারদের আমি পেয়েছিলাম যারা ২০০৩, ২০০৪ সালে রোনাল্ডোর কেরিয়ারের শুরুর দিনগুলি মসৃণ করে তুলেছিল। এক ঝাঁক অসম্ভব প্রতিভাবান ও অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে থেকে রোনাল্ডোর উত্তরণ ঘটেছিল।'