দোহা: ব্রাজিল (Brazil Football Team) শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল তাঁর প্রশিক্ষণে। ২০০২ সালে মুকুট জিতেছিলেন রোনাল্ডো (সিনিয়র), রিভাল্ডো, রোনাল্ডিনহোরা। পরের ২০ বছর আর ট্রফি জেতেনি সেলেকাওরা।
এবার কি সেই অপেক্ষার অবসান হবে? বিশ্বকাপ জিতবে ব্রাজিল?
কিংবদন্তি কোচ লুই ফিলিপ স্কোলারি (Luiz Felipe Scolari) আশাবাদী। তবে অতিরিক্ত নেমার (Neymar Jr) নির্ভরতা কাটিয়ে উঠতে হবে ব্রাজিলকে, ব্যাখ্যা ফুটবল বিশ্বে 'বিগ ফিল' নামে পরিচিত কোচের। ফিফার (FIFA World Cup 2022) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে স্কোলারি বলেছেন, 'আমার মনে হয় ব্রাজিলের তরুণ ফুটবলারদের দায়িত্ব নেওয়ার সময় হয়েছে। আমার মতে মাঠে নিজেদের জাত চেনাতে ওরা তৈরি। এটা বোঝাতে তৈরি যে, ওদের এই সুযোগ প্রাপ্য ছিল। ওদের অভিজ্ঞতা রয়েছে এবং জাতীয় দলের হয়ে ও ক্লাবের হয়ে চাপের মুখে খেলেওছে। বিরাট সব ম্য়াচ খেলেছে এবং দেখিয়েছে চাপের মুখে ওরা ভেঙে পড়ে না। আমি চাই এই ফুটবলাররা ও কোচেরা উপলব্ধি করুক যে, বিশ্বকাপে সমর্থকেরা ওদের সঙ্গে রয়েছে।'
তবে নেমারের প্রতি নির্ভরতা যে স্বাভাবিক, সেটাও জানিয়েছেন স্কোলারি। বলেছেন, 'নেমার নির্ভরতার কথা বললে, ও দুর্দান্ত এক ফুটবলার আর ওর ওপর নির্ভরতা তৈরি হওয়াটা স্বাভাবিক। ও ম্যাচে তফাত গড়ে দিতে পারে। মানুষ তাতে বিরক্ত হতে পারেন। নেমারকে নিয়ে বিরক্তি থাকতে পারে। তবে আমি একটা কথাই বলব, ও অসাধারণ ফুটবলার।'
২০০২ সালের পর থেকে চারটি বিশ্বকাপে (FIFA World Cup) দেখা গিয়েছে ইউরোপের দেশগুলির দাপট। বিগ ফিল নামে ফুটবল গ্রহে বিখ্যাত কোচ ফিফার (FIFA) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'লাতিন আমেরিকার কথা ধরলে শুধু ব্রাজিল ও আর্জেন্তিনার প্রসঙ্গেই এই বিষয়টা বলা হয়। কিন্তু কলম্বিয়া, যারা বিশ্বকাপ জয়ের দাবিদার, কখনও ট্রফি জেতেনি। ইউরোপে এরকম অনেকগুলি দেশ আছে যারা বিশ্বকাপ জিততে পারে। মনে হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে পিছিয়ে পড়েছি। এমনকী, ফাইনালেও যেতে পারছি না। তবে এবারের বিশ্বকাপে ছবিটা আলাদা। আমার ইউরোপের কোনও দলকেই প্রবল পরাক্রমী মনে হচ্ছে না। ব্রাজিলও বিশ্বকাপ জিততে লড়াই করবে। তবে সব ম্যাচে কেউ সেরা ফুটবল খেলতে পারে না। আর সেই দিনগুলিতে যা কিছু ঘটতে পারে।'
আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্য, শতরান করে ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে