লন্ডন: প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও দিনকয়েক বাকি রয়েছে। তবে ইংলিশ ফুটবলের মরশুম শুরু হয়ে গেল, তাও আবার ম্যাঞ্চেস্টার ডার্বি দিয়ে। মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলে নিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এফএ কমিউনিটি শিল্ডে (FA Community Shield) ম্যান ইউনাইটেডের (Manchester United) সঙ্গে নির্ধারিত সময়ে ম্য়াচ ১-১ ড্র হওয়ার পর পেনাল্টি শ্যুট আউটে জয় পায় সিটিজেনরা।
বরাবরই এফএ কমিউনিটি শিল্ডের দ্বারা ইংল্যান্ডের ফুটবল মরশুম শুরু হয়। নিয়ম অনুযায়ীই গত বারের লিগ চ্যাম্রিয়ন ম্যান সিটি ও এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যান ইউনাইটেড একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছিল। ম্যাচে দুই দলই বেশ ভাল ফুটবল খেলে একাধিক বড় সুযোগ তৈরি করতে সক্ষম হয়। তবে ম্যাচ নির্ণায়ক গোলটি আসে। এরপর পেনাল্টিতে জয় পায় সিটি। ২০১৯ সালের পর প্রথমবাক শিল্ড জিতল ম্যান সিটি।
ম্যাচে দুই দলই গোলের বড় সুযোগ নষ্ট করে। ম্যান সিটি পোস্টে বল মারে, মার্কাস ব়াশফোর্ডও রেড ডেভিলসদের হয়ে বল সিটির পোস্টে মারেন। অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ পেনাল্টি বক্সের একেবারে ধার থেকে দুরন্ত শটে সিটির জালে বল জড়িয়ে দেন বটে। তবে সেই গোল বাতিল করা হয়। শেষমেশ ৮২ মিনিটে গোলের দরজা খোলে। পরিবর্ত হিসাবে মাঠে নামা আর্জেন্তাইন তরুণ আলেহান্দ্রো গার্নাচো দৃষ্টিনন্দন গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। তবে ম্যান সিটি কোনওদিনই হাল ছাড়ার পাত্র নয়। জোরাল এক হেডারে বার্নাডো সিলভা ৮৯ মিনিটে সিটিজেনদের হয়ে ম্যাচে সমতা ফেরান।
পেনাল্টি শ্যুট আউটে দুই দলই একের পর এক গোল করতে থাকে। সিটির হয়ে প্রথম পেনাল্টিটা অবশ্য বার্নাডো সিলভা মিস করেন। কিন্তু এডারসন জেডন স্যাঞ্চোর শট বাঁচিয়ে দেন এবং জনি এভান্স তাঁর শিট মিস করায় ৭-৬ স্কোরলাইনে পেনাল্টি শ্যুট আউটে খেতাবজয় সুনিশ্চিত করেন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'খেলোয়াড়দের প্রতি এর থেকে বড় অন্যায় হয় না', IPL-র কোন নিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেন অশ্বিন?