চেন্নাই: ইন্ডিয়ান সুপার লিগে (ISL) অভিষেকেই প্রথম দুই ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখিয়েছে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting)। এবার তাদের ঘরের বাইরে পা রাখার পালা। লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে বৃহস্পতিবার চেন্নাইয়ে তারা নামছে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর অচেনা মাঠ ও পরিবেশে প্রতিপক্ষের সমর্থকদের সামনে কতটা ভাল খেলতে পারবে মহমেডানের ফুটবলাররা, এটিই এই ম্যাচের বড় আকর্ষণ।
লিগের প্রথম ম্যাচে ওড়িশা এফসি-র ঘরের মাঠে তাদের বিরুদ্ধে ৩-২-এ অসাধারণ জয় পায় চেন্নাইয়িন এফসি। সেই জয়ের সুবাদে তারা লিগ টেবলে পাঁচ নম্বরে রয়েছে। মহমেডানের যেমন প্রথম অ্যাওয়ে ম্যাচে এটি, তেমনই চেন্নাইয়িনের প্রথম হোম ম্যাচ। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামতে পারে। নিজেদের সমর্থকদের সামনে উজ্জীবিত ফুটবল খেলবে আওয়েন কোইলের দল, সেটাই স্বাভাবিক। গত সাতটি হোম ম্যাচের মধ্যে যারা পাঁচটিতেই জিতেছে, তারা এ বারেও হয়তো ঘরের মাঠে ভালই খেলবে। তাই এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছে মহমেডান এসসি।
গত দুই ম্যাচে তাদের দুই বিদেশী আর্জেন্তিনার অ্যালেক্সি গোমেজ ও ব্রাজিলের কার্লোস ফ্রাঙ্কা দুর্দান্ত পারফরম্যান্স দেখান। উজবেকিস্তানের মিডফিল্ডার মিরজালল কাসিমভও তাদের আক্রমণে যথাসাধ্য সাহায্য যেমন করেন, তেমনই রক্ষণেও উল্লেখযোগ্য অবদান রাখেন। তবে সেন্ট্রাল আফ্রিকা থেকে আসা ফরওয়ার্ড সিজার মানজোকি এখনও নিজের সেরা জায়গায় আসতে পারেননি। ঘানার ডিফেন্ডার জোসেফ আজেই কিছুটা স্লথ হলেও পরিশ্রম করার প্রবণতা দেখা যায় তাঁর মধ্যে।
ভারতীয়দের ফুটবলারদের মধ্যে গোলকিপার পদম ছেত্রী দলের বড় ভরসা। এছাড়াও দুই ডিফেন্ডার আদিঙ্গা জোডিঙলিয়ানা (আদিঙ্গা) ও গৌরব বোরা রক্ষণে সদাসতর্ক থাকেন। মকান ছোটে ও অমরজিৎ সিংহ কিয়ামরা দুই উইং দিয়ে আক্রমণ তৈরিতে যথেষ্ট সাহায্য করছেন অ্যাটাকারদের। গত দুই ম্যাচের মতো পারফরম্যান্স বজায় রাখতে পারলে চেন্নাইয়িন এফসি-কে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
দু’বারের আইএসএল কাপ জয়ী এবং পাঁচবার নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী চেন্নাইয়িন এফসি এ বার তাদের দলে অনেক রদবদল করেছে। গত মরশুমের দল থেকে রাফায়েল ক্রিভেলারো, জর্ডান মারে, রহিম আলি-সহ ১৫জন ফুটবলার চলে যাওয়ার পর ড্যানিয়েল চিমা, উইলমার জর্ডন গিল, এলসিনহো, লুকাস ব্রামবিলা, মন্দার রাও দেশাই, কিয়ান নাসিরি-সহ ১২জন নতুন ফুটবলার এনেছে তারা।
চলতি লিগের প্রথম ম্যাচে ওড়িশাকে তাদের ঘরের মাঠে হারানোর মতো কঠিন কাজটি করে চেন্নাইয়িন বুঝিয়ে দেয় এ মরশুমে তারা বড় লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। গত মরশুমে একটিও হোম ম্যাচে না হারা ওডিশা এফসি-র বিরুদ্ধে গত শনিবার এক গোলে পিছিয়ে থেকেও ফারুখ চৌধুরির জোড়া গোল ও চিমার গোলে শেষ পর্যন্ত জেতে কোইলের দল। মূলত ৪-৪-২-এ খেলা দলটির মাঝমাঠ ও আক্রমণকে কড়া পাহাড়ায় রাখাটাই হবে মহমেডানের সবচেয়ে কঠিন কাজ। মহমেডানের শক্তিশালী ও ক্ষিপ্র দুই লাতিন ফরোয়ার্ডকে আটকে রাখাটাও অবশ্য কম বড় পরীক্ষা নয় চেন্নাইয়িনের ডিফেন্ডারদের।
আইএসএলে মহমেডানের এটিই প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে মাত্র চারটি দল তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচে জিতেছে, এটিকে, চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড ও মোহনবাগান এসজি। জয় না পেলেও এফসি গোয়ার বিরুদ্ধে প্রতিপক্ষের বক্সের মধ্যে থেকে ১৫টি শট নিয়েছিল তারা। গত ডিসেম্বরে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-১ ড্রয়ে বক্সের মধ্যে থেকে ১৭টি শট নিয়েছিল নর্থইস্ট। এই তালিকায় তাদের পরেই মহমেডান। সাদা কালো বাহিনীর ব্রাজিলীয় ফরোয়ার্ড ফ্রাঙ্কা এফসি গোয়ার বিরুদ্ধে গোল না পেলেও ন’টি শট নিয়েছিলেন। আর মাত্র তিন ফুটবলার কোনও ম্যাচে গোল না পেয়েও তাঁর চেয়ে বেশি সংখ্যক শট নিয়েছেন।
আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা
একবার বাদে কখনও কোনও দলের বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে হারেনি চেন্নাইয়িন এফসি। সাতটিতে জিতেছে ও ছ’টিতে ড্র করেছে। শুধু ২০১৪-য় দিল্লি ডায়নামোজের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরেছিল তারা। শেষ সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে তারা। দু’টিতে হেরেছে। শেষ দশটি ম্যাচে ক্লিনশিট রাখতে পারেনি চেন্নাইয়িন এফসি। এ বছর ১৬ ফেব্রুয়ারি ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ক্লিনশিট রেখে মাঠ ছেড়েছিল তারা।
কাদের ম্যাচ
চেন্নাইয়িন এফসি বনাম মহমেডান এসসি
কোথায় খেলা
জওহরলাল নেহরু স্টেডিয়াম, চেন্নাই
কবে, কখন খেলা
২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, কিক অফ সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার
টিভিতে স্পোর্টস ১৮ থ্রি (বাংলা), স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮ টু (হিন্দি), স্পোর্টস ১৮ ওয়ান এসডি ও এইচডি (ইংরেজি) সরাসরি দেখা যাবে ম্যাচ
অনলাইন স্ট্রিমিং
মোবাইল ফোনে জিও সিনেমা অ্য়াপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।