কলকাতা: নতুন মরসুম শুরুর আগে ঢেলে দল সাজিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Supergiants)। দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা জেসন কামিংস। কাতার বিশ্বকাপে দলের অংশ ছিলেন এই তারকা স্ট্রাইকার। ২০১৩-২৪ মরসুমের জন্য দলে যোগ দিয়েছেন কামিংস। নতুন মরসুমে ডার্বি খেলার জন্য মুখিয়ে আছেন এই অজি তারকা। এমনকী তিনি বড় ম্যাচের প্লেয়ার, এমন দাবিও করেছেন কামিংস।
গতকাল ছিল মোহনবাগান সুপারজায়ন্টসের জার্সি উন্মোচন। আর সেখানেই উপস্থিত হয়ে আসন্ন মরসুম, নতুন ক্লাব নিয়ে কথা বলেন কামিংস। দু’দিন আগেই কলকাতায় পা রেখেছেন অস্ট্রেলীয় তারকা। ভোররাতে বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে প্রচুর মোহনবাগান সমর্থক হাজির ছিলেন। এই দৃশ্য দেখে রীতিমতো উজ্জীবিত কামিংস বলছেন, সবুজ-মেরুন জার্সি গায়ে প্রচুর গোল করতে চান তিনি। মঙ্গলবার কলকাতায় মোহনবাগান এসজি-র নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি বলেন, ''প্রতি ম্যাচেই জেতার চেষ্টা করব। যথাসম্ভব বেশি গোল করব। স্ট্রাইকার হিসেবে গোল করা আমার খুবই পছন্দের কাজ। এখানেও প্রচুর গোল করতে চাই আমি। কলকাতা ডার্বিতে খেলার অপেক্ষায় রয়েছি। শুনেছি, এখানে এটাই সবচেয়ে বড় ম্যাচ। সমর্থকেরা ক্লাবের জন্য পাগল। আমি অবশ্যই ভাল কিছু করার চেষ্টা করব এবং প্রচুর গোলও করতে হবে আমাকে। (কলকাতায় এসে) আমি খুবই রোমাঞ্চিত।''
এ-লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলে ২০২২-২৩ মরশুমে ২৯টি ম্যাচে ২১টি গোল করেন ও ছ’টি গোলে অ্যাসিস্ট করেন তিনি। লিগের চারটি ম্যাচে জোড়া গোল করেন কামিংস এবং ফাইনালে মেলবোর্ন সিটি-র বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে ৬-১-এ জিতিয়ে চ্যাম্পিয়ন হতে সাহায্যও করেন। এই ক্লাবের হয়ে মোট ৫০টি ম্যাচ খেলে ৩১টি গোল করেন তিনি। অ্যাসিস্ট করেছেন ১২টি গোলে। ক্লাব ফুটবলে এ পর্যন্ত সাড়ে তিনশোরও বেশি ম্যাচ খেলে ১৪৫টি গোল ও ৪৮টি অ্যাসিস্ট রয়েছে তাঁর।
এ রকম একজন ফুটবলার হিরো আইএসএলে খেলায় যে দেশের এক নম্বর লিগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগে আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরোয়ার্ড আরমান্দো সাদিকুর আগমনের ঘোষণা করে মোহনবাগান এসজি। ২০১৬-র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রোমানিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক গোল করেছিলেন তিনি। সেই গোলেই রোমানিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফুটবলে জয় পায় আলবানিয়া।