মুম্বই: অনেকেই ভেবেছিলেন, অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) বেছে নেওয়া হবে। তবে নির্বাচকেরা শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল বেছে নিয়েছেন। বাকি রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। কেমন হতে পারে সেই দল? নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে।

যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। কুলদীপ যাদবের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে নির্বাচনী বৈঠকে। বুমরা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে পিঠে চোট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে তিনি দলে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও অনিশ্চিত। চোটের জন্য কুলদীপের নির্বাচন নিয়েও থাকছে প্রশ্ন।

এরই মাঝে সুনীল গাওস্কর ও ইরফান পাঠান নিজেদের পছন্দের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বেছে নিয়েছেন। কারা রয়েছেন সেই দলে?

শোনা যাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন। গাওস্করের মতে মিডল অর্ডার শক্তিশালী করতে হলে কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারকে দলে রাখতে হবে। আর উইকেটকিপার হিসেবে গাওস্কর বেছে নিয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন, দু'জনকেই। তাঁর কথায়, 'ব্যাটিং অর্ডারের চারে আসুক শ্রেয়স। পাঁচে রাহুল। ছয়ে পন্থ। বেশ কয়েকটা সেঞ্চুরি করেছে সঞ্জু। ওকেও দলে রাখা উচিত। ওকে না নেওয়াটা ভুল হবে।'

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান আবার দলে দুই স্পিনার হিসেবে রবীন্দ্র জাডেজা ও কুলদীপকে চাইছেন। আর তৃতীয় পেসার হিসেবে মহম্মদ সিরাজকে দলে দেখতে চাইছেন। প্রথম দুই পেসার হিসেবে পাঠানের পছন্দ বুমরা ও মহম্মদ শামি। তাঁর কথায়, 'জাডেজা থাকলে ব্যাটিং গভীরতা বাড়বে। আট নম্বরে নামবে ও। তাছাড়া নীতীশ রেড্ডিরও দলে থাকার সম্ভাবনা অনেক বেড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় ভাল পারফর্ম করে আসার পর।'

আরও পড়ুন: ইডেনে আইপিএলের বাড়তি ২ ম্যাচ, সঙ্গে দুই মেগা ইভেন্ট, উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটপ্রেমীরা

গাওস্কর ও পাঠানের পছন্দের দল:‌ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, শুভমান গিল, সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ ও নীতীশ কুমার রেড্ডি।

আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থার শিকার ভারতীয় ক্রিকেটার! ফ্লাইট মিস করতেই ক্ষোভ উগরে দিলেন