কলকাতা: আগামীকাল গোটা কলকাতার গন্তব্য যদি হয় যুবভারতীয় ক্রীড়াঙ্গন, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ আগামীকালই দেশের জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ফুটবল ম্য়াচ (International Football Match) খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। ম্য়াচের গুরুত্ব যদিও ভারতীয় দলের (Indian Football Team) কাছে সুনীলের শেষ ম্য়াচ হওয়ার থেকেও বেশি। কারণ এটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ। এই ম্য়াচ জেতা তাই মেন ইন ব্লুজদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ভারতীয় ফুটবল প্রেমীদের আবেগ যে সুনীল ছেত্রী (Sunil Chetri)। যেই তারকা ফুটবলারের শেষ ম্য়াচ নিয়েই মেতে আছেন সবাই। কিন্তু সুনীল চাইছেন এই ম্য়াচকে তাঁর জীবনের শেষ ম্য়াচ হিসেবে না দেখতে, বরং ম্য়াচ জয়ই মূল লক্ষ্য হওয়া উচিত। 


ম্য়াচের আগের দিন এক বার্তায় সুনীল জানিয়েছেন, ''আমি চাই না যে আমার শেষ ম্য়াচ হিসেবে বেশি আলোচনা হোক, আর এটা নিয়ে বেশি মাতামাতি হোক। আমাদের কাছে বৃহস্পতিবারের ম্য়াচের গুরুত্ব অপরিসীম। তাই ম্য়াচ জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। ওদিকেই সবার ফোকাস থাকা উচিত।'' ৩৯ বছরের বর্ষীয়ান স্ট্রাইকার আরও বলছেন, ''আমরা যদি ৬ তারিখের ম্য়াচ জিততে পারি, তবে আমরা যোগ্যতা অর্জন পর্বের অনেক কাছে পৌঁছে যাব। পাঁচটি সেরা হোম ও ও অ্য়াওয়ে ম্য়াচ রয়েছে। সেই ম্য়াচগুলোতে আমি মাঠে গিয়ে দেশের খেলা দেখতে চাই। ১৯ বছর ধরে দেশের জার্সিতে প্রচুর ম্য়াচ খেলেছি। এবার আমি চাই ছেলেরা দুর্দান্ত ফুটবল উপহার দিকে। আমি দর্শক হয়ে খেলা দেখবে ওদের। ওরা যেখানেই যাবে, আমি ওদের সঙ্গে যাব।''


 






গত ১৬ মে এক ভিডিও বার্তায় সুনীল ছেত্রী জানিয়েছিলেন যে তিনি আর দেশের জার্সিতে আগামী ৬ জুনের পর মাঠে নামবেন না। ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধ নিজের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন এই স্ট্রাইকার। ক্লাব ফুটবল ইস্টবেঙ্গল, মোহনবাগান ময়দানের ২ সেরা ক্লাবেই খেলেছেন। বেঙ্গালুরু এফসির জার্সিতে আইএসএল খেতাবও জিতেছেন। সক্রিয় ফুটবলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক ৯৪ গোলের মালিক এই মুহূর্তে সুনীল। সংখ্যাটা শেষ ম্য়াচে আরও বাড়িয়ে নিতে চাইবেন তিনি