মাদ্রিদ: বহু বছরের জল্পনা অবশেষে সমাপ্ত হল। সরকারিভাবে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। পাঁচ বছরের জন্য লস ব্লাঙ্কোসের হয়ে সই করলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।
এমবাপে যে রিয়াল মাদ্রিদ অনুরাগী, তা কারুরই জানার বাকি নেই। স্বপ্নের ক্লাবে সই করার কথা নিজের বাল্যকালের কয়েকটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় জানান ফরাসি তারকা। তিনি লেখেন, 'স্বপ্ন সত্যি হল আজ। আমার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত এবং গর্বিত। আমি যে ঠিক কতটা উত্তেজিত, তা বলে বোঝাতে পারব না। আপনাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি মাদ্রিস্তা। আপনাদের অনবদ্য সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ। হালা মাদ্রিদ।'
প্যারিস সঁ জরমেঁর সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরেই এমবাপে ফ্রি-ট্রান্সফার হিসাবে রিয়ালে যোগ দিলেন। প্রথা অনুযায়ীই ফ্রি ট্রান্সফার হিসাবে দলে যোগ দেওয়ায় তিনি চুক্তি সই করার জন্য বোনাস পাবেন। শোনা যাচ্ছে সেই বোনাস প্রায় ৮৫ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। পাঁচ বছরে কিস্তিতে এমবাপেকে এই টাকা রিয়ালের তরফে দেওয়া হবে। পাশাপাশি তিনি বেতন বাবদ প্রতি বছরে কর দেওয়ার পর ১২.৮ মিলিয়ন পাউন্ড পাবেন।
এমবাপে এবং রিয়ালের প্রেমকাহিনীর বিষয়ে নতুন করে খুব একটা বলার কিছু নেই। সকলেই জানেন এমবাপে রিয়াল অনুরাগী। অতীতে একাধিকবার ব্যর্থ হয়েও ২০২২ সালে এমবাপেকে সই করানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্পেনের রাজধানীর ক্লাবটি। তবে শেষমেশ ফ্রান্সের রাজধানীর পিএসজিতে দুই বছরের জন্য নিজের চুক্তি বাড়ান এমবাপে। সেই চুক্তিতে আরও এক বছর বাড়ানোর বিকল্প ছিল। তবে নতুন চ্যালেঞ্জের খোঁজে তা মানেননি এমবাপে। ফরাসি বিশ্বজয়ী এবার রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগজয়ীদের হয়েই পরের মরশুম থেকে মাঠে নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ডর্টমুন্ডকে হারিয়ে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় রিয়ালের