কলকাতা: কয়েক দিন আগেই পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে অসাধারণ জয় পেয়েছে ইস্টবেঙ্গল। তাদের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকার পরও চার গোল দিয়ে জয় পায় লাল-হলুদ বাহিনী। সেই ম্যাচে যে ভাবে দল হিসেবে ঝাঁপিয়ে পড়ে অসাধ্য সাধন করেছিল লাল-হলুদ বাহিনী, বৃহস্পতিবার সে ভাবেই দলগত ফুটবল খেলে দিল্লির মাঠে বাজিমাত করতে চান মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা।
লুকা মাজেনদের ঘরের মাঠে দল নামানোর আগে আইএসএলে শীর্ষে থাকা মোহনবাগান এসজি-র কোচ মোলিনা বলেন, ''আমি চাই পুরো দল একসঙ্গে ডিফেন্স করুক ও পুরো দল একসঙ্গেই আক্রমণে উঠুক, গোল করুক। আমার কাছে ফুটবল পুরো দল নিয়ে, শুধু রক্ষণ বা আক্রমণ নিয়ে নয়। ট্রানজিশন বলুন বা সেট পিস, পুরো দলকে একসঙ্গে এগুলো করতে হয়।''
গোল করার দায়িত্বও তিনি শুধু ফরোয়ার্ডদের ওপর চাপিয়ে যেতে চান না। এই ব্যাপারে তাঁর বক্তব্য, ''দু-একজনের ওপর গোল করার দায়িত্বও ছেড়ে দেওয়া যায় না। পুরো দলের দায়িত্ব এটা। যে কেউ গোল করতে পারে। দলকে জেতানোর দায়িত্ব সবারই। আমার দলের খেলোয়াড়দের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রত্যেকেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেউ আমার কাছে সেরা নয়। প্রত্যেকের পারফরম্যান্সেই আমি খুশি। তাই সবার ওপরেই নির্ভর করি আমি।''
তবে এই ম্যাচে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারকে যে পাবে না মোহনবাগান, তা নিজেই জানিয়ে দেন কোচ। বলেন, ''এই ম্যাচে আমাদের হাতে বিকল্প কম। কারণ, কয়েকজনের চোট আছে। গ্রেগ (স্টুয়ার্ট), আশিক (কুরুনিয়ান), দিমি (পেট্রাটস) এই ম্যাচে খেলতে পারবে না। তবে অন্যান্য ভাল খেলোয়াড়রাও আছে। জেমি (ম্যাকলারেন), জেসন (কামিংস) শুরু থেকে একসঙ্গে নামতে পারে। সহাল (আব্দুল সামাদ), মনবীর, সুহেল (ভাট)- অনেক বিকল্পই আছে আমাদের হাতে। আশা করি, ওদের সাহায্যে দিল্লি থেকে আমরা তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারব।''
চোট রয়েছে শুভাশিসে বোসেরও। গত ম্যাচে সন্দেশ ঝিঙ্গনের সঙ্গে সঙ্ঘর্ষে মুখে গুরুতর চোট পান বঙ্গ ডিফেন্ডার। কিন্তু মুখে মাস্ক লাগিয়ে তিনি খেলতে পারেন বলে জানান তাঁদের কোচ। বলেন, ''শুভাশিস মাস্ক পরে খেলতে পারে। তাতে কোনও ঝুঁকি নেই। কোনও খেলোয়াড়কে ঝুঁকি নিয়ে খেলাতে চাই না আমি। তবে শুভাশিস মাস্ক পরে খেললে তা ঝুঁকির হবে বলে মনে হয় না।''
টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই এফসি গোয়ার কাছে ১-২ গোলে হেরে যায় মোহনবাগান। তাতে অবশ্য তাদের শীর্ষস্থান খোয়াতে হয়নি। তবে এই হারের পর দলের সব বিভাগেই উন্নতি চান মোলিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমি আমার দলকে সব দিক থেকেই উন্নত করে তুলতে চাই। মানসিকতা, ট্রানজিশন, শারীরিক সক্ষমতা সব দিক থেকেই। গত ম্যাচে হারলেও আমাদের প্রস্তুতির পদ্ধতি একই রকম হবে। আশা করি, গত ম্যাচের দুর্বলতা কাটিয়ে এই ম্যাচে জয়ে ফিরব আমরা।''
পরবর্তী প্রতিপক্ষ পাঞ্জাব এফসি-র প্রশংসা করে সবুজ-মেরুন কোচ বলেন, “পাঞ্জাব এফসি ভাল দল। ওদের ভাল খেলোয়াড় ও কোচ আছে। প্রতিপক্ষ হিসেবে ওরা বেশ কঠিন। ডুরান্ড কাপে ওদের মুখোমুখি হয়েছিলাম (সাডেন ডেথে জিতে সেমিফাইনালে ওঠে মোহনবাগান)। এখন অবশ্য ওরা একেবারে অন্যরকম খেলছে। অনেক ভাল খেলছে এই মরশুমে। আমাদের পক্ষে এটা কঠিন ম্যাচ। আশা করি, কাল জিতব ও তিন পয়েন্ট পাব।'' অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এ পর্যন্ত ১১টি ম্যাচে মোট ছ’টি শট লক্ষ্যে রেখে চারটি গোল পেয়েছেন। তাঁর চারটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। সাতটি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি। তবুও ম্যাকলারেন প্রত্যাশিত স্তরে পৌঁছতে পারছেন না, অভিযোগ মানতে রাজি নন মোলিনা।
তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া