নয়াদিল্লি: টানা আটটি ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচেই এফসি গোয়ার কাছে হার মানতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টকে। তা সত্ত্বেও অবশ্য। লিগ টেবলের শীর্ষেই রয়েছে কলকাতার দল। সেই জায়গাটা তাদের ধরে রাখতে হলে বৃহস্পতিবার দিল্লিতে তাদের পাঞ্জাব এফসি-কে হারাতে হবে। না হলে এক নম্বর জায়গা হারানোর সম্ভাবনা থাকবে তাদের। মোহনবাগান জিততে না পারলে এবং শনিবার বেঙ্গালুরু এফসি যদি চেন্নাইন এফসি-কে হারিয়ে দেয়, তা হলে এক নম্বর জায়গাটা খোয়াবে কলকাতার দল। তাই এই ম্যাচে জয়ে ফেরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবুজ-মেরুন বাহিনীর।
সাম্প্রতিক পারফরম্যান্সের তুলনায় গত ম্যাচে মোহনবাগানকে বেশ কিছুটা অগোছালো মনে হয়। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের পরই দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। ফতোরদায় সেই পারফরম্যান্সই ফিরে আসে। সারা ম্যাচে তিনটি শট গোলে রাখতে পারে তারা। দশটি গোলের সুযোগ তৈরি করেও একটির বেশি গোল করতে পারেনি কলকাতার দল। তাও সেটি পেনাল্টি থেকে। সেই পারফরম্যান্স নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাইবে না সবুজ-মেরুন বাহিনী।
এই অবস্থায় তাদের তিন নির্ভরযোগ্য ফুটবলারের চোট। গ্রেগ স্টুয়ার্ট তো আগেই চোটের তালিকায় ছিলেন। এ বার তাতে যোগ দিয়েছেন দিমিত্রিয়স পেট্রাটসও। চোটের তালিকায় ফিরে এসেছেন আশিক কুরুনিয়ান। এঁরা যে এই ম্যাচে খেলতে পারবেন না, তা দলের কোচ হোসে মোলিনা নিজেই জানিয়ে দিয়েছেন। গত ম্যাচে মুখে চোট পাওয়া ডিফেন্ডার শুভাশিস বোস অবশ্য মুখে মাস্ক পরে খেলতে পারেন, এমন সম্ভাবনা আছে।
গত দুই ম্যাচে হেরে সেরা ছয় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব এফসি। ছয় ও সাত নম্বরে রয়েছে যথাক্রমে নর্থইস্ট ও পাঞ্জাব। দুই দলেরই পয়েন্ট একই (১৮)। কিন্তু গোলপার্থক্যে পিছিয়ে পড়েছেন লুকা মাজেনরা। তাদের সুবিধা হল নর্থইস্টের চেয়ে একটি ম্যাচ কম খেলে একই পয়েন্টে রয়েছে তারা। তাই এই ম্যাচে জিতলেই তারা সেরা ছয়ে ফিরে আসবে। কিন্তু না জিততে পারলে তা সম্ভব হবে না।
ঘরের মাঠে এ পর্যন্ত পাঁচটি ম্যাচের চারটিতেই জিতেছে পাঞ্জাব এফসি। হারিয়েছে চেন্নাইন, ওডিশা, মহমেডান ও হায়দরাবাদকে। হেরেছে নর্থইস্টের কাছে। অর্থাৎ ঘরের মাঠে তাদের রেকর্ড ভাল। কিন্তু গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও ২-৪-এ হেরে বড় ধাক্কা খায় তারা। সেই ম্যাচের দলে পরিবর্তন আনতে পারেন তাদের কোচ পানাগিয়াতিস দিমপেরিস।
ইন্ডিয়ান সুপার লিগের গত মরশুমেই প্রথম মুখোমুখি হয় দুই দল। মোহনবাগান এসজি গতবার তাদের আইএসএল অভিযান শুরু করে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। সেই ম্যাচে ৩-১-এ জেতে তারা। জেসন কামিংস গোলের খাতা খোলার পর ব্যবধান বাড়ান দিমিত্রিয়স পেট্রাটস ও মনবীর সিং। পাঞ্জাব এফসি-র স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজেন ব্যবধান একটি গোল শোধ করেন। ফিরতি ম্যাচেও কলকাতার দল জেতে ১-০-য়। একমাত্র গোলটি করেন পেট্রাটস। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া