নয়াদিল্লি: ভারতীয় ফুটবলে সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া দুই ক্লাব। ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। যে দুই দল কলকাতাতে তো বটেই, ভারতের যে প্রান্তেই খেলুক না কেন, ভরে যায় গ্যালারি।
কিন্তু, দুই প্রিয় দলের একটি করে ম্যাচ মাঠে বসে দেখা থেকে বঞ্চিত হবেন সমর্থকেরা। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কলকাতার দুই ক্লাব মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি যে দু'টি ম্যাচ খেলবে, সেই দুই ম্যাচে গ্যালারিতে কোনও দর্শক থাকবেন না। এই স্টেডিয়াম চলতি আইএসএলে যাদের ঘরের মাঠ, সেই পাঞ্জাব এফসি এমনই জানিয়ে দিয়েছে বৃহস্পতিবার। এদের বিরুদ্ধেই ম্যাচ দুটি খেলার কথা কলকাতার দুই দলের।
দুই প্রধানের কাছেই এই দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ৬ এপ্রিল (মোহনবাগান) ও ১০ এপ্রিল (ইস্টবেঙ্গল) এই দুই ম্যাচের ওপরই কলকাতার দুই দলের লিগ শিল্ড ও প্লে-অফ ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে। পাঞ্জাব এফসি'র কাছেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। কিন্তু পাঞ্জাবের দলের পক্ষে জানানো হয়েছে, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এই দুই ম্যাচে গ্যালারি দর্শকশূন্য রাখতে হবে।
লিগ টেবলে এখন মোহনবাগান তিনে ও ইস্টবেঙ্গল সাতে রয়েছে। দিল্লির ম্যাচ জিতলে লিগ শিল্ড জয়ের দৌড়ে আশা জিইয়ে রাখতে পারবে সবুজ-মেরুন বাহিনী। ইস্টবেঙ্গলও দিল্লির ম্যাচ জিতে ছ'নম্বর জায়গা দখলের দৌড়ে টিকে থাকতে পারবে। ন'নম্বরে থাকা পাঞ্জাব এফসি-র এই দুই হোম ম্যাচে জয় চাইই। এ রকম টানটান উত্তেজনাপূর্ণ একজোড়া ম্যাচ উপভোগ করতে পারবেন না সমর্থকেরা। তিন দলের পক্ষেও যা বেশ হতাশাজনক হয়ে উঠতে পারে।
মাঠে গিয়ে এই ম্যাচগুলি না দেখতে পারলেও জিও সিনেমা অ্যাপে ও স্পোর্টস ১৮ চ্যানেলে এই দুই ম্যাচের সরাসরি সম্প্রচার ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন। সঙ্গে ইংরেজি, হিন্দি ও বাংলা-সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় ম্যাচের ধারাবিবরণীর ব্যবস্থাও থাকছে।
তথ্য সূত্র: আইএসএল মিডিয়া
আরও পড়ুন: কেকেআরকে হারিয়ে দিতে পারত দিল্লি, পন্থের ভুলের খেসারত দিতে হল গোটা দলকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।