নিউ ইয়র্ক: বিশ্ব ফুটবল মতান্তরে তিনিই সর্বকালের সেরা। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ক্লাবের গুচ্ছ ট্রফি, সবই জিতেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার তাঁর পালকে যুক্ত হচ্ছে নতুন সম্মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেনসিয়াল মেডেল অফ অনার পাচ্ছেন 'এলএম১০'।
শনিবারই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) মেসির হাতে এই সম্মান তুলে দেবেন বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে বর্তমানে ক্লাব ফুটবল খেলেন মেসি। তাঁর হাতে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান উঠতে চলেছে। অবশ্য শুধু মেসি নন, এনবিএ কিংবদন্তি ম্যাজিক জনসনসহ আরও ১৭ জনকে এই সম্মান জানানো হবে।