নয়াদিল্লি: আইএসএলে (ISL) শনিবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। জিতলে মোহনবাগান এসজি হবে তৃতীয় দল, যারা তাদের বিরুদ্ধে লিগ ডাবল করবে বা দু’বারের সাক্ষাতে দুবারই হারাবে। এর আগে মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসি এই কৃতিত্ব অর্জন করেছে। মোহনবাগান চলতি মরশুমে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেডকেও দু’বার করে হারিয়েছে। গত দু’টি অ্যাওয়ে ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে সবুজ-মেরুন বাহিনী। শনিবারও তিন বা তার বেশি করলে তা হবে ক্লাবের এক নজির। 


পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জিততে পারেনি। একটিতে ড্র করেছে ও দু’টিতে হেরেছে। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-৩ করে তারা। পাঞ্জাবের মাদি তালাল চলতি বছরে (২০২৪) দলের দশটি গোলে অবদান রেখেছেন। চারটি করেছেন ও ছ’টি করিয়েছেন। নতুন বছরে তাঁর গোল-অবদানই সবচেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় বাগান ফরওয়ার্ড দিমিত্রি পেট্রাটস, যিনি ছ’টি গোল করেছেন ও দু’টি করিয়েছেন। তাঁর সঙ্গে বিক্রম প্রতাপ সিংহও আছেন। 


দ্বৈরথের ইতিহাস


ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমেই প্রথম মুখোমুখি হয় দুই দল। মোহনবাগান এসজি এ বার তাদের আইএসএল অভিযান শুরু করে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলে। সে দিন প্রতিপক্ষের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করে জয় অর্জন করে মোহনবাগান এসজি। দশ মিনিটের মাথায় অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিংস গোলের খাতা খোলার পর ৩৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন দিমিত্রি পেট্রাটস। ৫৩ মিনিটের মাথায় পাঞ্জাব এফসি-র স্লোভেনিয়ান ফরওয়ার্ড লুকা মাজেন ব্যবধান কমালেও ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান মনবীর সিংহ। 


কাদের ম্যাচ


আইএসএলে শনিবার মুখোমুখি পাঞ্জাব এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট


কোথায় খেলা


জওহরলাল নেহরু স্টেডিয়াম, নয়াদিল্লি


কখন শুরু


৬ এপ্রিল, ২০২৪, শনিবার কিক অফ বিকেল ৫.০০


সরাসরি সম্প্রচার


ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমায় বাংলা ধারাভাষ্য সহ, স্পোর্টস ১৮ খেল চ্যানেলে হিন্দি ধারাভাষ্য সহ, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি চ্যানেলে ও ভিএইচ ১ এসডি ও এইচডি চ্যানেলে ইংরেজি ধারাভাষ্য সহ ম্যাচ দেখা যাবে।


আরও পড়ুন: কেকেআরের ড্রেসিংরুমে বরুণ-নারাইনদের সঙ্গে খুনসুটি শাহরুখের, কী বললেন বাজিগর?




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।