কলকাতা: আইএসএলের (ISL) একাদশ পর্ব শুরু হতে চলেছে। ২০২৪-২৫ মরশুমের আইএসএলে দেখা যাবে এক গুচ্ছ নতুন নিয়ম। যা বদলে দিতে পারে লিগের আঙ্গিক। দীর্ঘদিন ধরে দলগুলির ও ফুটবলপ্রেমীদের বিভিন্ন দাবি অনেকটাই পূরণ হবে নতুন নিয়মে, আশাবাদী টুর্নামেন্টের উদ্যোক্তারা।
কনকাশন পরিবর্ত থেকে শুরু করে লাল কার্ডের বিরুদ্ধেও আবেদন করার এক্তিয়ার, খেলার মান ও স্বচ্ছতা বাড়ানোর জন্য যোগ করা হচ্ছে এরকম এক ঝাঁক নতুন নিয়ম।
আবশ্যিক ভারতীয় সহকারী কোচ
নতুন নিয়মে প্রত্যেক দলে একজন করে ভারতীয় সহকারী কোচ নিয়োগ করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই কোচকে অবশ্যই হতে হবে এএফসি প্রো লাইসেন্সড। কোনও কারণে প্রধান কোচ দায়িত্ব ছাড়লে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন এই সহকারী কোচ। ভারতীয় কোচদের মানোন্নয়নে সাহায্য করবে এই নিয়ম, আশায় উদ্যোক্তারা। সেই সঙ্গে প্রত্যেক দলের ভারতীয় ফুটবলারদের সঙ্গে বোঝাপড়াও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।
লাল কার্ডকে চ্যালেঞ্জ
কোনও ক্লাব যদি মনে করে কোনও ফুটবলারকে অন্যায়ভাবে লাল কার্ড দেখানো হয়েছে, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানানো যাবে। এতে করে রেফারির ভুল সিদ্ধান্ত কমানো যাবে বলে মনে করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। পাশাপাশি রেফারিংয়ে স্বচ্ছতা বাড়বে বলেও ধারণা সকলের।
কনকাশন পরিবর্ত
ক্রিকেট মাঠে আগেই চালু হয়েছে। এবার ফুটবল মাঠেও আসতে চলেছে কনকাশন পরিবর্ত নিয়ম। খেলার মাঝে মাথায় চোট পেলে সেই ফুটবলারের বিকল্প হিসাবে বাড়তি একজন পরিবর্ত ফুটবলার মাঠে নামাতে পারবে সব দলই। তবে সেক্ষেত্রে প্রতিপক্ষ দলকেও একজন বাড়তি পরিবর্ত ফুটবলার ব্যবহার করতে দেওয়া হবে। মাথায় চোট নিয়ে যাতে কেউ জোর করে খেলা চালিয়ে যেতে না পারে, সেই জন্যই এই নিয়ম।
ভারতীয় প্লেয়ারদের দাম
দলগুলি চাইলে নিজেদের অ্যাকাডেমিতে প্র্যাক্টিস করা ৩ জন অনূর্ধ্ব ২৩ ফুটবলারকে বর্তমান স্যালারি ক্যাপের নিয়ম থেকে বাদ দিতে পারবে। পরপর তিন বছর কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলে সেই ফুটবলাররা এই নিয়মের আওতায় আসবেন।
১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইএসএলের একাদশ মরশুম।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা