বুয়েনস আইরেস: কোপা আমেরিকা (Copa America) চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন আর্জেন্তিনার (Argentina) ফুটবলাররা। আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেসে মানুষের ঢল নেমেছে। উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আর্জেন্তিনার রাস্তাঘাটের দৃশ্য মনে করিয়ে দিচ্ছে এ মাসের গোড়ায় ভারতীয় ক্রিকেট দলের দেশে ফেরার পরের ছবিকে। মুম্বই শহর জনস্রোতে স্তব্ধ হয়ে গিয়েছিল। বুয়েনস আইরেসেও একই দৃশ্য।
কিন্তু তিনি, আর্জেন্তিনার ফুটবলের সফলতম কিংবদন্তি, লিওনেল মেসি (Lionel Messi) কোথায়?
জাতীয় দলের সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি আধুনিক ফুটবলের শ্রেষ্ঠ তারকা। দেশে ফিরে অ্যাঙ্খেল দি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, লউতারো মার্তিনেজ়রা সকলের সঙ্গে উৎসবে মেতে উঠলেও কোথায় নেই মেসি। কিন্তু কেন! কোথায় গেলেন তিনি! মাঠেই বা ফিরবেন কবে?
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারেননি মেসি। গোড়ালির চোটে তাঁকে ম্যাচের ৬৫ মিনিটে মাঠ ছেড়ে উঠে আসতে হয়। মাঠের বাইরে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন মেসি। ফাইনাল ম্যাচে নিজের সেরাটা দিতে না পারার কান্না। দেখা যায়, মেসির ডান পায়ের গোড়ালি ফুলে ঢোল।
ম্যাচে অবশ্য অতিরিক্ত সময়ে লউতারো মার্তিনেজ়ের গোলে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। ট্রফি নেন মেসিই। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে।
মেজর লিগ সকারে মেসির দল ইন্টার মায়ামি সূত্রে জানা গিয়েছে, ডান পায়ের গোড়ালির লিগামেন্টে চোট লেগেছে মেসির। তিনি কবে মাঠে ফিরবেন, তা এখনই নিশ্চিত নয়। তাঁর পায়ের চোট পর্যবেক্ষণ করে এ নিয়ে সিদ্ধান্ত নেবে ক্লাবের মেডিক্যাল টিম, জানিয়েছে ইন্টার মায়ামি।
আপাতত বিশ্রামে কাটাতে হবে মেসিকে। রিহ্যাবিলিটেশনও চলবে। এরই মাঝে বুয়েনস আইরেসে ফিরেছে আর্জেন্তিনা ফুটবল দল। নীল-সাদা কনফেট্টি আর আতসবাজিতে ঢেকেছে আকাশ। কিন্তু মেসিকে সেখানে দেখা যায়নি।
রেকর্ড কোপা জয়ের পর উৎসবে অংশ নিতে দেশেই ফেরেননি মেসি। তিনি রয়ে গিয়েছেন দক্ষিণ ফ্লোরিডায়। ইন্টার মায়ামির তত্ত্বাবধানে সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বুধবাক টরন্টোর বিরুদ্ধে ও শনিবার শিকাগোর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইন্টার মায়ামির। সেই ২ ম্যাচে খেলবেন না মেসি। মঙ্গলবারই ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো তা জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।