নয়াদিল্লি: ইন্টার মায়ামির হয়ে বছরের প্রথম ম্যাচে মাঠে নেমেই স্বমহিমায় লিওনেল মেসি। নাগাড়ে ২১তম বছরে গোল করে ফেললেন মেসি। ক্লাব আমেরিকার বিরুদ্ধে ইন্টার মায়ামির ম্যাচটি আদপে ফ্রেন্ডলি ম্যাচ হলেও, খেলা দেখে তা বোঝা দায়। অন্তত লিওনেল মেসির গোলের পরে সেলিব্রেশনে তো তা বোঝা যায়নি।
ক্লাব আমেরিকার বিরুদ্ধে এক দুরন্ত মুভ তৈরি করেন মেসি। সেটা শেষও তিনিও করেন। লুইস সুয়ারেজের পাস থেকে ছয় গজের বক্সের মধ্যে দাঁড়ানো মেসি হেডারে যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে সমতা ফেরান। এরপরেই ক্লাবের সমর্থকদের দিকে তাকিয়ে মেসি বিশেষ সেলিব্রেশনে তিন ও শূন্য দেখান। এই সংখ্যা দুইয়ের তাৎপর্য কী? আসলে এর মাধ্য়মে মেসি বোঝাতে চান যে তাঁর দেশ আর্জেন্তিনার তিনটি বিশ্বকাপ রয়েছে, কিন্তু অপরদিকে ক্লাব আমেরিকার দেশ মেক্সিকোর কোনও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব নেই। সেই কথাই মনে করিয়ে দেন 'এলএম১০'।
এই ম্য়াচের উত্তাপ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায়া ফের একবার ক্লাব আমেরিকা গোল করে ম্যাচে এগিয়ে যায়। ম্যাচে মেক্সিকোর দলই জয়ের দিকে এগোচ্ছিল। তবে নাটকীয়ভাবে একেবারে শেষ মুহূর্তে ম্যাচে সমতা ফেরায় মেসিদের ক্লাব। কর্নার থেকে টমাস অ্যাভিলেস সবথেকে উঁচু লাফ দিয়ে জোরাল হেডারে গোল করেন। ম্যাচ পৌঁছয় পেনাল্টিতে।
ক্লাব আমেরিকা পেনাল্টি শ্যুট আউটে তেমন ভাল পারফর্ম করতে পারেননি। শেষমেশ পেনাল্টিতে ৩-২ স্কোরে জয় পায় ইন্টার মায়ামি।
৩০ লক্ষ পথ কুকুরকে হত্যার সিদ্ধান্ত মরক্কোর!
কেউ বলছেন নির্মম। কারও কারও মতে, এমন নিষ্ঠুর সিদ্ধান্ত প্রশাসন কীভাবে অনুমোদন করতে পারে? শোনা যাচ্ছে, ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) আগে পথকুকুরদের নিশ্চিহ্ন করতে চাইছে মরক্কো। ইতিমধ্যেই নাকি ৩০ লক্ষ সারমেয়কে হত্যা করা হয়েছে। কেউ কেউ বলছেন, গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে পথকুকুরদের। গুলির শব্দ ছাপিয়েও নাকি সকলে শুনতে পেয়েছেন সারমেয়দের আর্তনাদ। এমনকী, গুলি খেয়েও যে সমস্ত কুকুর জীবিত ছিল, তাদের পিটিয়ে মারেন সরকারি কর্মীরা।
এক সময় ক্যাঙ্গারুদের বাড়বাড়ন্ত রুখতে অস্ট্রেলিয়ায় আকাশপথ থেকে নির্বিচারে গুলি চালিয়ে ক্যাঙ্গারু হত্যার অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। এবার ফুটবল বিশ্বকাপের পাঁচ বছর আগে পথকুকুরদের সংখ্যাধিক্য সামলাতে মরক্কো প্রশাসনের নির্মম সিদ্ধান্ত নিয়ে শোরগোল।
আরও পড়ুন: মেসিকে হিংসা করতেন এমবাপে, দাবি নেমারের, ফরাসি তারকার সঙ্গে লড়াইয়ের কথাও স্বীকার ব্রাজিলিয়ানের