নয়াদিল্লি: উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা। এ প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যে লুইস সুয়ারেজের (Luis Suarez) নাম অবশ্যই থাকবে। সেই তারকা স্ট্রাইকারই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। বন্ধুর বিদায়ী ম্যাচে আবেগঘন সুয়ারেজের উদ্দেশে বিশেষ বার্তা পাঠালেন লিওনেল মেসি (Lionel Messi)।
ঘরের মাঠে প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হতে চলেছে বলে আগেই জানিয়েছিলেন সুয়ারেজ। তাঁকে বিদায় জানাতে বিরাট আয়োজন করা হয়েছিল। তারকা স্ট্রাইকারকে বিদায় জানাতে এক সুবিশাল টিফো প্রদর্শন করেন উরুগুয়ান সমর্থকরা। আর সুয়ারেজের বিদায়ী ম্যাচে বিশেষ বার্তা এল বন্ধুর মেসির থেকে। উরুগুয়ান কিংবদন্তির সঙ্গে বর্তমানে ইন্টার মায়ামিতে তো বটেই, বার্সেলোনায়ও দীর্ঘদিন খেলেছেন মেসি। দুই তারকা ফুটবলারের পরিবারও বেশ ঘণিষ্ঠ। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় দুই পরিবারকে।
সুয়ারেজের উদ্দেশে মেসি বলেন, 'হ্যালো ফ্যাটি। এই দিনটা তোমার, তোমার পরিবার, উরুগুয়ান মানুষ এবং ফুটবল দলের সমর্থক, সকলের জন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তুমি দেশের হয়ে যা করেছো, তা অবর্ণনীয়। সেই কারণেই আমি এই বিশেষ দিনে তোমার জন্য এই ভিডিও বার্তা পাঠালাম। তোমার সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। আমি জানি এই সিদ্ধান্তটা নেওয়াটা তোমার জন্য ঠিক কতটা কষ্টকর ছিল। আশা করি তোমায় সকলে কতটা শ্রদ্ধা করে তা তুমি বুঝতে পারছ এবং এটা তোমার প্রাপ্য। তোমার নিজের শেষদিন পর্যন্ত দলের হয়ে নিজের সেরাটা দিয়েছ।'
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, মেসির আশা সুয়ারেজের পাশাপাশি তিনি আরও দীর্ঘ সময় ক্লাব স্তরে খেলবেন। 'আজ তোমার জীবনের একটা বিরাট গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে আশা করছি তুমি আরও অনেকদিন ফুটবল খেলা চালিয়ে যাবে এবং তোমার সঙ্গে এক দলে, পাশাপাশি খেলাটা উপভোগ করতে পারব। আশা করছি আজকের রাতটা তুমি তোমার আপনজনদের সঙ্গে উপভোগ করবে। তোমায় অনেক অনেক ভালবাসা।' মেসির আবেগঘন বার্তায় সুয়ারেজের চোখ দিয়ে জল ঝরে পড়ে। তাঁকে কিন্তু নায়কের মতোই বিদায় জানাল উরুগুয়ে ফুটবল সমর্থকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মানব সুতারের দুরন্ত বোলিং, চ্যালেঞ্জিং পিচে রুতুরাজদের পরিপক্ক ব্যাটিংয়ে দলীপে জয় ইন্ডিয়া সি-র