মায়ামি: ২০২০ সালে শেষবার তাঁদের একসঙ্গে এক দলের জার্সি গায়ে মাঠ নামতে দেখা গিয়েছিল। তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। অবশেষে আবারও এক ক্লাবের হয়ে অনুশীলনে নেমে পড়লেন বার্সেলোনাকে ট্রেবল জেতানো চার তারকা সার্জিও বুস্কেতস (Sergio Busquests), জর্দি আলবা (Jordi Alba), লিওনেল মেসি (Lionel Messi) এবং লুইস সুয়ারেজ (Luis Suarez)।
আলবা, বুস্কেতস, মেসি গত বছরই মেজর লিগ সকারের ক্লাবে যোগ দিয়েছিলেন। নতুন মরশুমের আগে এক বছরের চুক্তিতে তাঁদের প্রাক্তন সতীর্থ সুয়ারেজকেও সই করিয়েছে ইন্টার মায়ামি (Inter Miami)। ডেভিড বেকহ্যামের ক্লাবের হয়ে চার তারকাকে ফের আবার একসঙ্গে মাঠে দেখার প্রথম সুযোগ মিলবে ২০ জানুয়ারি। এল সালভাদোরের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মার্কিন মুলুকের ক্লাবটি।
নিজেদের প্রাক মরশুম প্রস্তুতি পর্বের ম্যাচেই কিন্তু আবার মেসি, সুয়ারেজদের প্রাক্তন সতীর্থ নেমারের ক্লাব আল হিলারের বিরুদ্ধে খেলার কথা ইন্টার মায়ামির। ঠিক তার পরেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসরের বিরুদ্ধে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দুইটির দিকে কিন্তু স্বাভাবিকভাবেই বিশেষভাবে নজর রাখবেন ফুটবলপ্রেমীরা।
ইন্টার মায়ামির (Inter Miami) তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে তাঁরা প্রথমবার প্রাক মরশুম প্রস্তুতি সারতে আন্তর্জাতিক সফরে যাচ্ছে। সেই সফরের অন্তর্গত ম্যাচে মুখোমুখি হতে চলেছেন মেসি ও রোনাল্ডো। ২৯ জানুয়ারি আল হিলালের বিরুদ্ধে এবং ১ ফেব্রুয়ারি রোনাল্ডোর আল নাসরের (Al Nassr) বিরুদ্ধে খেলতে নামবে মেসির নেতৃত্বাধীন ইন্টার মায়ামি। দুই ম্যাচই কিংডম এরিনা স্টেডিয়ামে আয়োজিত হবে। রোনাল্ডোর পাশাপাশি এই সফরেই মেসি নিজের প্রাক্তন সতীর্থ নেমারের বিরুদ্ধেও মাঠে নামতে চলেছেন। নেমার বর্তমানে সৌদির ক্লাব আল হিলারের (Al Hilal) হয়েই খেলেন।
প্রাক মরশুম প্রস্তুতির মধ্যেই রিয়াধ কাপ নামক টুর্নামেন্টে সৌদির দুই ক্লাবের মুখোমুখি হতে চলেছে ইন্টার মায়ামি। এই সফরকে সৌদি আরবে ইন্টার মায়ামির অনুরাগীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার মাধ্যম হিসাবেই দেখছেন ইন্টারের চিফ বিজনেস অফিসার জাভিয়ের আসেন্সি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রথম ভারতীয় জুটি হিসাবে মালয়েশিয়া ওপেনের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি