কলকাতা: মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Super Giant) দলে নতুন মুখ। অভিজ্ঞ ডিফেন্ডার, টম অলড্রেডকে (Tom Aldred) সই করাল সবুজ মেরুন। মঙ্গবারই প্রাক্তন ব্রিসবন রোরের অধিনায়ককে সই করার কথা ঘোষণা করে সবুজ মেরুন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ৩৩ বছর বয়সি ডিফেন্ডারকে সই করিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচাও দিল মোহনবাগান।
নতুন ডিফেন্ডারকে সই করার কথা ঘোষণা করার ভিডিওতে মোহনবাগানের তরফে এক খবরের ঝলক দেখানো হয়েছে যেখানে লেখা ইস্টবেঙ্গল অলড্রেডকে দলে নেওয়ার জন্য আগ্রহী ইস্টবেঙ্গল এবং তারপরেই এক বিজ্ঞাপনের অংশ কেটে দেখানো হয়। সেখানে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে বলতে শোনা যায়, 'এত আত্মবিশ্বাস?' তারপরেই অলড্রেডের পুরনো কিছু ম্যাচের ভিডিও ক্লিপ শেয়ার করার পরে তাঁকে সই করানোর কথা ঘোষণা করা হয়।
তিন দেশের নাগরিক এই অলড্রিড। জন্মসূত্রে তিনি ইংরেজ। খেলেছেন স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলে। সম্প্রতি অস্ট্রেলিয়ার নাগরিকত্বও পেয়েছেন অলড্রেড। নতুন দলের হয়ে সই করে কিন্তু তিনি বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়ে আমি খুবই আনন্দিত। সবুজ মেরুন জার্সি গায়ে চাপানোটা গর্বের বিষয় এবং আমি মাঠে নামতে মুখিয়ে রয়েছি। আমি নিজের কেরিয়ারে ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার ভারতে খেলার সুযোগ পাচ্ছি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এবং আইএসএলে এই অসাধারণ দলের প্রতিনিধিত্ব করতে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করতে মুখিয়ে রয়েছি।'
মোহনবাগান ক্লাব এবং ক্লাবের ঐতিহ্য সম্পর্কে তিনি অবগত এবং সাম্প্রতিক সময়ে দলের বেশ কিছু সাফল্যও চাক্ষুষ করেছেন বলে দাবি নতুন সবুজ মেরুন তারকার। 'মোহনবাগানের গর্বের ইতিহাস সম্পর্কে আমি অবগত এবং দূর থেকে দলের সাম্প্রতিক সাফল্যের কিছু ঝলকও দেখেছি। মোহনবাগানের হয়ে আমি প্রতিদিন নিজের সেরাটা দেব। আমি নিজের সবটা উজাড় করে দলের হয়ে আরও সাফল্য এনে দিতে বদ্ধপরিকর। কলকাতায় গিয়ে সকলের সঙ্গে দেখা করার তর সইছে না আমার।' জানান অলড্রেড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোনাল্ডোর 'দুঃস্বপ্নের' রাতে দিয়েগো কোস্তার ইতিহাস, ইউরোর শেষ আটে পর্তুগাল