দোহা: কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। আর এই ম্যাচের আগেই ব্রাজিল ফুটবল সমর্থকদের জন্য সুখবর। প্রি-কোয়ার্টার ফাইনালে আজকের ম্যাচে মাঠে নামতে পারেন নেমার। দলের পক্ষ থেকে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন যে নেমার পুরোপুরি ফিট রয়েছেন। এমনকী অনুশীলনও করছেন তিনি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে খেলার সময়ই ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেমার। এরপর টানা ২ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে সূত্রের খবর, নেমার এখন পুরো ফিট। তিনি হয়ত আজকের ম্যাচেও একাদশে থাকবেন।


ব্রাজিল তাদের গ্রুপ পর্বে শীর্ষে থেকে খুব সহজেই নক আউটে জায়গা করে নিয়েছিল। যদিও ক্যামেরুনের বিরুদ্ধে শেষ ম্যাচে তিতের দলকে হারিয়ে হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একেবারে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চাইছেন তিতে। তিনি বলছেন, ''আমার দলের সেরা প্লেয়ারটিকে আমি ম্যাচের শুরু থেকেই ব্য়বহার করাতে চাইব।'' 


পাওলো বেন্তোর কোচিংয়ে দক্ষিণ কোরিয়াও চাইবে রাউন্ড অফ সিক্সটিনের বাধা টপকাতে। ২০০২ সালে শেষবার সেমিফাইনাল খেলেছিল তারা। এরপর থেকে একবারও নক আউটে পৌঁছোয়নি এই দল। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল দক্ষিণ কোরিয়া।


সেনেগালকে হারিয়ে দিল ইংল্যান্ড 


প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিল ইংল্যান্ড (England Football Team)। গতকাল গভীর রাতে ম্যাচে নেমেছিল ২ দল। সেখানেই দাপুটে জয় হ্যারি কেনদের (Harry Kane)। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামবে গ্যারেথ সাউথগেটের দল (Gareth Southgate)। 


এদিন ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন হেন্ডারসন। খেলার শুরুতেই ইংল্যান্ডের গতিময় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না সেনেগালের ফুটবলাররা। ৩৮ মিনিটের মাথায় থ্রি লায়ন্সের হয়ে প্রথম গোল করেন তিনি। প্রথমার্ধের একদম শেষলগ্নে হ্যারি কেন আরও একটি গোল করেন। রাশিয়া বিশ্বকাপের সর্বােচ্চ গোলস্কোরার এই বিশ্বকাপে প্রথম গোল করেন। ৫৭ মিনিটের মাথায় ম্যাচের ও ইংল্যান্ডের হয়ে শেষ গোল করেন বুকায়ো সাকা।


এদিকে, পোল্যান্ডকে হারিয়ে কতার বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল ফ্রান্স। গতকাল ম্যাচে ফ্রান্সের হয়ে একটি গোল করেন জিহু। আর জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে তরুণ ফরাসি স্ট্রাইকার।